আজ বৃহস্পতিবার | ২৮ আগস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ৪ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৭:১৮

শীতলক্ষ্যা নদী থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার

ডান্ডিবার্তা | ২৮ আগস্ট, ২০২৫ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবককের মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি। গতকাল বুধবার বিকালে নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, গতকাল বুধবার দুপুরে কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে মাথা বিহীন লাশ ভেসে উঠেছে এ খবর পেয়ে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় নদীর তীরে শতশত নারী-পুরুষ ভীড় জামায় । বিকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, দুপুরে লাশ ভেসে উঠার খবর পেয়ে নৌ পুলিশকে জানানো হয়। পর কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ওসি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা