আজ বৃহস্পতিবার | ২৮ আগস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ৪ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৮

হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ডান্ডিবার্তা | ২৮ আগস্ট, ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা রাসেল হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে রয়েছেন— শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন লাভলু, শামীম ওসমানের শ্যালক তানভীর রহমান টিটু, খোকন সাহা, শাহ নিজাম, শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জাকিরুল আলম ভূঁইয়া হেলাল, অয়ন ওসমানের শ্যালক মিনহাজুল ইসলাম ভিকিসহ মোট ৩৪ জন। মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৭ আগস্ট নারায়ণগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত হোসিয়ারি শ্রমিক রাসেল হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ১৫ জন। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়েছিল প্রায় ১০০ থেকে ১৫০ জনকে। পিবিআই জানায়, এজাহারনামীয় ১৫ আসামির পাশাপাশি তদন্তে প্রমাণ পাওয়ায় আরও ১৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা