
ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ উপজেলার বাইলা এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ও অবৈধ ভাবে বয়লার বসিয়ে ডাইং কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দোসর ও মামলার আসামি আনোয়ার হোসেনের বিরুদ্ধে। রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাইলা এলাকায় অবস্থিত জিতু টেক্সটাইল মিলস ভাড়া নিয়ে অবৈধ ভাবে বয়লার বসিয়ে ইটিপি প্লান্ট ছাড়াই ডাইং কারখানা পরিচালনা করে আসছেন আনোয়ার হোসেন। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি, তবে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তর। এ বিষয়ে এলাকাবাসী বলেন, আওয়ামী লীগের দোসর ও মামলার আসামি আনোয়ার হোসেন বাইলা এলাকায় জিতু টেক্সটাইল মিলস ভাড়া নিয়ে অবৈধ ভাবে বয়লার বসিয়ে গড়ে তুলেছেন ডাইং কারখানা। এই কারখানা গড়ে উঠায় আশেপাশে কয়েকটি এলাকার মানুষ বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন। মিলের কালো ধোয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে, এতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে ও পানি দুষিত হচ্ছে। খাল বিল নদী নালা দুষিত করে ফেলছে। যার ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং অবৈধ বয়লার বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট ও ব্যাপক ক্ষতি করে যাচ্ছে। তাই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন এই মিলস এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় এবং এর থেকে এলাকাবাসী অতিদ্রুত রক্ষা পায়।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯