আজ বৃহস্পতিবার | ২৮ আগস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ৪ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:০১

মিথুনের মাদক ব্যবসা রাব্বির হাতে

ডান্ডিবার্তা | ২৮ আগস্ট, ২০২৫ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী মিথুন চলতি সপ্তাহে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়েছে। মিথুন গ্রেপ্তারের পর তার মাদক স্পটের নিয়ন্ত্রণ নিয়েছেন ছোট ভাই রাব্বি। কুতুবপুর ইউনিয়নের পাগলা পপুলার স্টুডিওতে প্রকাশ্যেই চলছে এ মাদক স্পট। প্রতিদিন সকাল থেকেই শুরু হয় এ স্পটে মাদক বিক্রি। পপুলার স্টুডিওর ভেতরে থাকা বিভিন্ন পুরনো বিল্ডিংয়ের রুমে গাঁজা ও ফেন্সিডিলের বস্তা রেখে বিক্রি করা। মিথুন-রাব্বির কারনে এক সময়কার চলচিত্র জগতের শুটিং স্পটটি আজ মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। জানা যায়, পাগলা জেলেপাড়া এলাকার মুখলেসুর রহমানের পুত্র মিথুন পাগলা বাজার, পপুলার স্টুডিও, জেলেপাড়া, পাগলা রেলস্টেশন, আলিগঞ্জ, পাগলা নদীর পাড়, মুন্সি খোলা সহ আশপাশে এলাকায় প্রায় ১৯ টি মাদক স্পট গড়ে তুলেছেন। তবে সবচেয়ে বড় স্পট পপুলার স্টুডিওর ভেতরে। এখানে মাদক নিয়ে স্টক রেখে বিক্রি করে থাকে মিথুন। এসব মাদক স্পট পরিচালনার জন্য মিথুনের রয়েছে বিশাল বাহিনী। পপুলার স্টুডিওতে মিথুনের মাদক স্পট আলোচিত সাত খুন মামলার আসামি নরঘাতক নুর হোসেনের মাদক স্পটকেও হার মানায়। নুর হোসেন বিক্রি করতেন কাউন্টার বসিয়ে, আর মিথুন প্রকাশ্যে কয়েকটি ঘরে বসে ফেন্সিডিল ও গাঁজার বস্তা রেখে বিক্রি করে থাকেন। সম্প্রতি চাঁদাবাজি মামলায় মিথুন গ্রেপ্তারের পর তার মাদক স্পটের নিয়ন্ত্রণ নেন ছোট ভাই রাব্বি। এলাকাবাসীর দাবি অচিরেই যেনো পপুলার স্টুডিওতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা