আজ বৃহস্পতিবার | ২৮ আগস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ৪ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৫

পিতা-পুত্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ডান্ডিবার্তা | ২৮ আগস্ট, ২০২৫ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ ভূমিহীন পরিবারের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদাবাজি, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং অফিস দখলের অভিযোগে ভূমিদস্যু হিসেবে পরিচিত গিয়াস উদ্দিন চৌধুরী এবং তার ছেলে রিয়াজ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গতকাল গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, মুন্সীগঞ্জ জেলার পদ্মা নদী ভাঙনে ভিটেমাটি হারানো ২০০ মুসলিম ও হিন্দু পরিবার যৌথভাবে ‘বিক্রমপুর সোসাইটি’ গঠন করে নারায়ণগঞ্জের ১৮ নং ওয়ার্ড, শহীদ নগর, ডিয়ার কড়ইতলা এলাকায় জমি সংগ্রহ করে প্লট আকারে বসবাস শুরু করে। গিয়াস উদ্দিন চৌধুরী নিজেই তাদের জমি রেজিস্ট্রি করে দিয়েছিলেন। ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করেন, গত ৩০ জুলাই রিয়াজ উদ্দিন চৌধুরী ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে এসে তাদের কাছে ২ কোটি ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় এবং শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তারা নারায়ণগঞ্জ সদর থানা ও এসপি কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা অবিলম্বে সাইনবোর্ড অপসারণ, অভিযুক্তদের গ্রেপ্তার ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা