আজ বৃহস্পতিবার | ২৮ আগস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ৪ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৭:১২

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডিসিকে স্মারকলিপি

ডান্ডিবার্তা | ২৮ আগস্ট, ২০২৫ | ১১:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ নগরীর সরকারি তোলারাম কলেজ রোড মোড় থেকে জামতলা ঈদগাহ পর্যন্ত সরকারি জমিতে অবৈধ চাঁদাবাজি বন্ধ ও বৈধ লিজ প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট এ স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উক্ত সড়কসংলগ্ন সরকারি জমির উপর নির্মিত দোকানগুলো থেকে দীর্ঘদিন ধরে চার-পাঁচজন চিহ্নিত ব্যক্তি অবৈধভাবে নিয়মিত চাঁদাবাজি করে আসছে। অথচ তাদের কাছে কোনো বৈধ টেন্ডার বা লিজ নেই। এতে দোকান মালিক ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। এতে আরও বলা হয়, এসব চাঁদাবাজরা কেবল অর্থ আদায়েই সীমাবদ্ধ নয়, বরং জামতলা ও আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকা- এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। এলাকাবাসীর অভিযোগ, চাঁদাবাজি বন্ধ করা গেলে অপরাধমূলক এসব কার্যকলাপও অনেকাংশে কমে আসবে। ছাত্রদল দাবি জানায়, প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে দ্রুত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারি দোকানগুলোতে বৈধ টেন্ডার বা লিজ প্রদান নিশ্চিত করতে হবে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুজ্জামান অনু, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীবসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক জাহিদ হাসান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা