
ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় চিটাগাং রোড সংলগ্ন গ্রীন গার্ডেন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক ডা.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ. এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (দা.বা)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। মুফতি ফয়জুল করীম বলেন, পীর সাহেব চরমোনাই (রহ) রাজনীতিকে ইবাদত ও পরকালীন কল্যানের মাধ্যম মনে করতেন। কারণ আল্লাহর নির্দেশ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা মুসলমানের দায়িত্ব। সাময়িক স্বার্থ চিন্তায় তিনি কখনো তাড়িত হতেন না। চমক আর হুজুগের রাজনীতি, আবেগ আর হঠকারী রাজনীতি তিনি পছন্দ করতেন না। তিনি ইসলামী রাজনীতির স্বতন্ত্র ধারা বজায় রাখতে চেয়েছেন। তিনি জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা ভাবতেন। শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই” এই দার্শনিক দৃষ্টিভঙ্গির রচয়িতা তিনি ছিলেন। সেই আলোকেই নতুন প্রজন্ম দেশের প্রচলিত ঘুণে ধরা নীতিকে পরিবর্তন ও সংশোধনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি একই সাথে আধ্যাত্মিকতা ও রাষ্ট্র নিয়ে গভীর চিন্তা করতেন। তার রাজনীতি ও আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয় কারনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বৃহৎ রাজনৈতিক শক্তি রূপে আবর্তিত হয়েছে। তিনি ইসলামবিরোধী যে কোন বিষয়ে কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ করে গেছেন। ইসলাম বিজয়ের ক্ষেত্রে তাঁর অসামান্য ত্যাগ ও কুরবানী স্মরণীয় হয়ে থাকবে। তিনি ঐক্যকামী ছিলেন। ইসলামপন্থিদের ঐক্য তিনি মনেপ্রাণে কামনা করে সে আলোকে কাজ করে গেছেন। সেই ঐক্যপ্রয়াসী চেতনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ সর্বদা অব্যাহত থাকবে। দেশের জনগণ এখন আগের চেয়ে রাজনৈতিকভাবে অনেক সচেতন। আগামী নির্বাচনে লুটেরাদের বর্জন করে জনগণ ইসলামী শক্তিকেই গ্রহণ করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, আই এ বি জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, আই এ বি জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জোবায়ের হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা হাফেজ মাওলানা মুজিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে নারায়ণগঞ্জের সকল আসনের সম্ভাব্য প্রার্থীগণ। মুফতি ইমদাদুল্লাহ হাশেমী (রূপগঞ্জ), মুফতি হাবিবুল্লাহ হাবিব (আড়াইহাজার), ফারুক আহমদ মুন্সীব(সোনারগাঁ),মুহাম্মাদ শফিকুল ইসলাম (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ), এবং মুফতি মাসুম বিল্লাহ (সদর-বন্দর) এছাড়াও প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও অধ:স্থন শাখার দায়িত্বশীলগণ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯