আজ শনিবার | ৩০ আগস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ৬ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:৫৮

মানবতার কল্যাণে কাজ করতে হবে

ডান্ডিবার্তা | ৩০ আগস্ট, ২০২৫ | ৭:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হচ্ছে ইসলাম। আমরা যে বৈষম্যহীন কল্যাণমূখী সমাজের স্বপ্ন দেখছি তা কেবলমাত্র ইসলামি বিধান প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। মানবতার কল্যাণে যারা কাজ করছেন, তাদেরকে পরিশ্রমী, বিনয়ী, আম্তরিক এবং গভীর মনোযোগী হয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলার উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা জনগণ করেছিল, নির্বাচনী রোডম্যাপে তা দেখা যাচ্ছে না। নির্বাচনের পূর্বে জন প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীদেরকে বিজয়ী করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। রূপগঞ্জ দক্ষিণ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হানিফ ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার সোনারগাঁও আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সাংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। রূপগঞ্জ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা