আজ শনিবার | ৩০ আগস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ৬ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:৫১

জি এম কাদেরকে গ্রেফতারের দাবি

ডান্ডিবার্তা | ৩০ আগস্ট, ২০২৫ | ৭:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে নুর লিখেছেন, জি এম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে, গণঅধিকার পরিষদের দাবি, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলে অতর্কিত হামলা করেছে। আহত কর্মীদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।” অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, “জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা আশঙ্কা করছি, আবারও হামলা চালানো হতে পারে।” এ ঘটনার পর বিজয়নগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা