
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো এখনো গত ১৭ বছর আওয়ামী সরকারের দোসর ও বৈষম্য বিরোধী একাধিক ছাত্র হত্যা মামলার পলাতক আসামীদের নিয়ন্ত্রনে। নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালকে বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতি গোদনাইল শাখা সাংগঠনিক সম্পাদক পদ দিয়ে বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতি গোদনাইল শাখার সভাপতি আনোয়ার হোসেন মেহেদি, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ প্রধান পদ্মা ডিপো ও এলাকা নিয়ন্ত্রনের চেষ্ঠা চালায়। এ ঘটনায় এলাকায় তোলপাড়। অভিযোগ রয়েছে, এরা তিনজন বর্তমানে গোদনাইল পদ্মা ডিপো ও এয়ারপোর্ট ডিপোর বিমানের (জেড ফুয়েল) তেল চুরির নিয়ন্ত্রণ করে। তারা একটি সিন্ডিকেট করে ডিপো কর্মকর্তাদের যোগসাজসে বিমানের তেল প্রতি সপ্তাহে একেক জন একেক সপ্তাহে চুরি করে তাদের নিজস্ব পাম্পে আনলোড করে। বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতি গোদনাইল শাখার সভাপতি আনোয়ার হোসেন মেহেদী প্রতি সপ্তাহে এক লড়ি ৯ হাজার লিটার তেল যার মূল্য প্রায় ৯ লাখ টাকা তার খামার বাড়ির সামনে ভান্ডারির পুলে অবস্থিত জীবনের বেড়ার ঘর ও মেহেদীর নিজ বাড়ীর সামনে একটি বেড়ার ঘড়ে আনলোড করে। সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মাসুম প্রতি সপ্তাহে এক লরী ৯ হাজার লিটার তেল যার মূল্য প্রায় ৯ লাখ টাকা তার পেট্রোল পাম্প আড়াইহাজর বাজারে অবস্থিত আলিফ লাম ফিলিং স্টেশনে এ আনলোড করে। যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রধান প্রতি সপ্তাহে এক লরী ৯ হাজার লিটার তেল যার মূল্য প্রায় ৯ লাখ টাকা তার পেট্রোল পাম্প মনোহরদী নরসিংদীতে অবস্থিত ওইখানে আনলোড করে। তারা কখনো কখনো তাদের তেল চুরির কৌশল পরিবর্তন করে, যদি কোনো কারনে তাদের নিজস্ব পেট্রোল পাম্পে চুরির তেল আনলোড করতে সমস্যাবোধ মনে করে তখন তারা ওই চুরির তেল রূপগঞ্জ গাজী সেতুর পাশে একটা বেড়ার ঘরে অথবা সিরাজ মন্ডলের মাস্টার ফিলিং স্টেশন ভুলতা গাউছিয়াতে বিক্রি করে। তাদের প্রত্যেকের নামে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা হওয়ার কারনে তারা প্রত্যেকে পলাতক থেকে এই ব্যবসা নিয়ন্ত্রণ করে। এ তিন তেল চোর যেন এলাকায় থেকে এই ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারে ও তারা তাদের বাড়ীতে নির্ভয়ে থাকতে পারে এই জন্য তারা বেছে নিয়েছে এক নতুন পথ। নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালকে হাত করে এবং তাকে বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতির গোদনাইল শাখার সাংগঠনিক সম্পাদক’র পদ দিয়ে তারা তাদের তেল চুরির ব্যবসা নিয়ন্ত্রণ ও বাসা বাড়ীতে থাকবে বলে ফয়সালের সাথে একাধিকবার বৈঠক করে চুক্তি করে। গত ১৭ বছর আওয়ামী সরকারের আমলে পদ্মা ডিপোর ভিতরে-বাহিরে তাদের কথার বাহিরে কোন কাজ হতো না। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তারা প্রশাসনের বিভিন্ন লোক দিয়ে হয়রানি করতো। গত ১৭ বছর ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের জাহিদ, আবুল, মনির, মুন্না ও কাজী উকিল তাদের সহযোগী হিসেবে কাজ করে। এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক ফয়সালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। তাকে প্রশ্ন করা হলো যে আপনি কিভাবে আওয়ামী লীগের দোসরদের সাথে এই কমিটিতে রহিলেন, তিনি বলেন ঢাকা থেকে আমাকে রাখা হয়েছে, আমি এ বিষয়ে কিছু জানিনা। এ বিষয়ে বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতি গোদনাইল শাখার সভাপতি আনোয়ার হোসেন মেহেদির মোবাইলে ফোনে একাদিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেনি। এ বিষয়ে বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতি গোদনাইল শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মাসুম বলেন, নারায়ণগঞ্জ মহানগড় কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালকে বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতি গোদনাইল শাখার সাংগঠনিক সম্পাদক পরে রাখে এ কমিটি করা হয়েছে। ভাই আমি এখন হাসপাতালে আপনার সাথে পরে কথা বলবো বলে লাইনটি কেটে দেন। এ বিষয়ে বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতি গোদনাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ প্রধান বলেন, গত বছরের ৫ আগষ্টের পর থেকে আমি এলাকায় থাকিনা এ কমিটি সম্পকে আমি কিছু বলতে পারব না। এ বিষয় জানতে চাইলে গোদনাইল পদ্মা অয়েল কম্পানির পরিচালক মো. শাকিল মাসুদ জানান, বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতি গোদনাইল শাখা নতুন কমিটির কোন কাগজ এখনো আমার অফিসে জমা দেওয়া হয়নি।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯