আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | সকাল ৮:৩৬

অনৈক্য আকঁড়ে ধরেছে না’গঞ্জ বিএনপিকে

ডান্ডিবার্তা | ০২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির মধ্যে অনৈক্য লেগেই আছে। গতকাল সোমবার ছিল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিএনপির এ প্রতিষ্ঠা বার্ষিকীতেও তারা এক হতে পারেনি। বিএনপির মধ্যে জেলার চেয়ে মহানগরে অনৈক্যের মাত্র অনেক বেশী। যাদের দ্বারা নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছে আজ তাদের দুরে সরিয়ে রাখতে একটি পক্ষ বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে। আজ যারা বিএনপি করছে তরা প্রায় সকলেই একটি পরিবারের হাত ধরে নারায়ণগঞ্জ বিএনপিতে এসেছে। হয়েছে বড় বড় নেতা। আর সেই প্রবীন নেতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নিজেদের বড় নেতা বা নারায়ণগঞ্জের নিয়ন্ত্রক মনে করছেন। নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠা লাখ করে জালাল হাজী, প্রয়াত মতিন চৌধুরীর মত নেতাদের দ্বারা। নারায়ণগঞ্জ শহরে জালাল হাজী পরিবারের একমাত্র বিএনপির ধারক বাহক হলেন এড. আবুল কালাম। যার হাত ধরে আজ অনেকে বড় বড় নেতা। সেই আবুল কালামের সাথে পল্টি দিয়ে তারা নিজেদের নারায়ণগঞ্জে নিয়ন্ত্রক মনে করছেন। যারা আবুল কালামের পিছনে পিছনে থেকে রাজনীতি শিখে আজ আবুল কালমেকেই ভুলে গেছে। যাকে বলা চলে গুরু মারা শিশ্য। নারায়ণগঞ্জে এমন নেতার অভাব নেই। গতকাল নারায়ণগঞ্জে বিশাল বিশাল মিছিল করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দেখা যায়, সকলেই নিজেদের বলয়ের কর্মীদের নিয়ে মিছিল করেছেন। দীর্ঘ ১৬ বছর পর বিএনপি নিবিঘেœ আনন্দ র‌্যালী করতে পেরেছে। কিন্তু রয়ে গেছে তাদের মধ্যে অনৈক্য। সকলেই আগামী নির্বাচনে নিজেদের জাহির করতে নারায়ণগঞ্জে কার কত লোক আছে তা দেখাতে মিছিল করেছে। যদিও বিএনপির হাই কমান্ড মিছিল কর্মসূচি বাদ দিয়েছে। এদিকে গতকাল নারায়ণগঞ্জ শহরে একের পর এক মিছিলে পুরো শহর থমকে গিয়েছিল। জেলা, মহানগর বিএনপি, যুবদল, মনোনয়ন প্রত্যাশীদের পৃথক মিছিল বের করে নিজেদের জানান দেয়ার চেষ্টা করেন। গতকাল সোমবার সকালে শহরের মন্ডলপাড়া হতে সনাবেক এমপি এড. আবুল কালামের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। এসময় মিছিলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা সহ বিভিন্ন সারির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে র‌্যালি বের করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সকাল এগারোটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে এই বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতাইগঞ্জ নগরভবনের সামনে গিয়ে শেষ হয়। জেলা বিএনপি বিকেল তিনটায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে এই আনন্দ র‌্যালি বের করা হয়। আনন্দ র‌্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে ভূইগড় স্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় মুজাহিদ মল্লিক এর কর্মীদের উপর ত্যারে আসেন আজহারুল ইসলাম মান্নান। অপরদিকে বিকেলে শহরের ম-লপাড়া থেকে র‌্যালি বের করে জাকির থান। তার ল্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মডেল গ্রুপের কর্ণধার ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে বেলা ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে র‌্যালিটি শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে ২ নম্বর রেলগেট ঘুরে দুপুর সাড়ে ১২টায় চাষাড়া এসে শেষ হয়। দুপুরে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীদের বিশাল শোডাউন করে র‌্যালিতে অংশগ্রহণ করেছে। সকলেই পৃথক পৃথক র‌্যালী করলেও তারা কেহই এক মঞ্চে দাঁড়ায়নি। যে যার যার অবস্থান থেকে রাজনীতি করে যাচ্ছে। এখন তারা অনৈক্যের বেড়াজাল ভাঙ্গতে পারেনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা