
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এক বছর সময় নিয়েছিলেন সংস্কারের জন্য কিন্তু সেই সংস্কার কাগজ কলমেই রয়ে গেছে। এ এক বছর বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। সুতরাং অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে যানে। বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, ইনশা আল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবশ্যই হতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে হবে। গতকাল বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মামুন মাহমুদ বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে যেভাবে বিএনপির নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে তেমনি করে জনগণ বিএনপির পাশে দাড়িয়ে সেই আত্মত্যাগকে আজ স্মরণ করছে। আজকের এ সভায় এটাই প্রমান করে জনমানুষ যখন ঐক্যবদ্ধ হয় ফ্যাসীবাদ আর ফিরে আসতে পারে না। বাংলাদেশে আর কোন ফ্যাসীবাদের জায়গা হবে না। গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আজকেও আমাদেরকে লড়াই করতে হচ্ছে, আজকেও সংগ্রাম করতে হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সভা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভুঁইয়া, সাবেক দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খোকন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোঃ শাখাওয়াত হোসেন, বিএনপি নেতা গাজী মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোক্তার হোসেন মুক্তুল, আফজাল হোসেন, কাজী মারুফ, শ্যামল, সোহেল মহমুদ, মোশারফ হোসেন, মে: কামাল হোসেন, সামছুদ্দিন শেখ, লিয়াকত আলী লেকু, বাবুল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, সদস্য মোঃ জুয়েল রানা, সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯