আজ রবিবার | ৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৩ ভাদ্র ১৪৩২ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:১২

রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী

ডান্ডিবার্তা | ০৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ টায় উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় রূপগঞ্জ থানা বিএনপি ও অংগ সংগঠন কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম ইমন, যুবদল নেতা আবু মাসুম, কাজী আহ্দা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী সোহেল মিয়া, জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মোঃ জাকারিয়া, কৃষকদলের সভাপতি ডাক্তার শাহীন, গোলাম রসুল, মজিবুর মোল্লা, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মিলন ভুইয়া, সহ-সভাপতি মাসুম মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক ফারুক মিয়া, আশরাফুল ইসলাম, যুবদল নেতা মশিউর রহমান টিটু, রাজিব, সাজোয়ার,শরীফুল ইসলাম রাসেল, মাজহারুল ইসলাম, দিল মোহাম্মদ, মোঃ হানিফ মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুজ্জামান মনির বলেন, দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। তিনি এ দেশে আর্থ সামাজিক উন্নয়ন ঘটিয়েছেন। দেশে ব্যবসা বানিজ্যের প্রসার ঘটিয়েছেন। ১৯৮১ সালে ৩০ মে চট্রগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুথানে জিয়ারউর রহমান নিহত হন। এরপর বিএনপির হাল ধরেন তারই সহধর্মিনী বেগম খালেদা জিয়া। পতিত আওয়ামীলীগ সরকার ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। তিনি ২ বছরের বেশী সময় জেল খাটেন। তবুও অন্যায়ের সাথে আপোষ করেনি জানিয়ে তিনি বলেন, শীঘ্রই একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি জাতীয় নির্বাচন দিতে হবে। পরে গাউছিয়া এলাকায় ঢাক ঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। আনন্দ র‌্যালীটি ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া হইতে সাওঘাট বিসমিল্লাহ পাম্প পর্যন্ত প্রদক্ষিন করে। এসময় হাজার হাজার নেতাকর্মী ফেষ্টুন ব্যানার নিয়ে র‌্যালীতে অংশ গ্রহন করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা