
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির বির্তকিত নেতা ও কর্মীদের ঘুম হারাম হয়ে গেছে। কারণ বিএনপির বির্তকিত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। কারণ সারাদশের ন্যায় নারায়ণগঞ্জেও কতিপয় বিএনপি নেতার কারণে দলের চরম দুর্নাম হয়েছে। গত বছরের ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের পর বির্তকিত বিএনপির নেতারা যেন ক্ষমতায় চলে এসেছে। তারও আওয়ামীলীগের মত দখলবাজি, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষ ও খুন-খারাবীদের জড়িয়ে পড়েন। যার কারণে বিএনপির অনেক ভোট কমেছে। বিএনপির ইমেজ ক্ষুন্ন হয়েছে। প্রকৃত পক্ষে যারা বিএনপিকে বিগত সময় নেতৃত্ব দিয়েছে বা দলের দু:সময়ে বিএনপিকে রাজপথে চাঙ্গা রেখেছে তারা এখন বির্তকিত নেতাদের কর্মকান্ডে এক প্রকার কোনঠাসা হয়ে পড়েছে। দিন দিন মানুষ এখন বাঁকা ছোখে দেখছে বিএনপিকে। ৫ আগষ্টের পর নারায়ণগঞ্জের কতিপয় নেতার মামলা বানিজ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলেও এতদিন হাইকমান্ড কোন ব্যবস্থা না নেয়ায় তারা আস্তে আস্তে বেপরোয়া হয়ে উঠে। যার প্রভাব দলের ইমেজের উপর পড়ে। দেখা যায় বন্দরের এক বিএনপির শীর্ষ নেতা মামলা থেকে বাদ দেয়ার কথা বলে এবং পুলিশের নাম ভাঙ্গিয়ে আওয়ামীলীগ নেতা ও তার পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কথপোথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাদের বির্তকিত কর্মকান্ডের কারণ সাধারণ মানুষ বিএনপির প্রতি ত্যক্ত বিরক্ত। বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের টাকা দাবির ফোনলাপ ফাঁস হলেও দল কোন ব্যবস্থা নেয়নি। অভিযোগ রয়েছে এ হিরণ ও তার কমিটির সাধারণ সম্পাদক মিলে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছে। যার কারণে তাদের দলের কিছু নেতা ঢাকা-চটবটগ্রাম মহাসড়কে বিক্ষোভও করে। শুধু তাই নয় তারা এখন নিয়ন্ত্রণ করছে থানা পুলিশ ও টেন্ডারবাজি। তাদের একটি বির্তকিত গ্রæপ রয়েছে যারা এর নেপথ্যে কাজ করছে। তারা মদনপুরের আওয়ামীলীগ নেতা থেকে শুরু করে যুবলীগের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আর একাজ করে যাচ্ছে মোটা অংকের অর্থের বিনিময়ে ও আত্বিয়তার খাতিরে। তাদের পৃষ্টপোষকতায় মদনপুরে এখনো আওয়ামী সন্ত্রাসীরা দাবরিয়ে বেড়াতে সাহস পাচ্ছে। তাই এবার বিএনপির সুনাম ফিরিয়ে আনার জন্য হাইকমান্ড এসকল বির্তকিত নেতাদের আমলনামা সগ্রাহ করে নথিভ’ক্ত করেছে। নির্বাচনের আঘে এসকল বির্তকিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে। বিএনপির হাইকামন্ড সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দলের সাত হাজারের বেশি বির্তকিত সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন; আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন।’ তবে যারা বির্তকিত, যাদের জন্য দলের ইমেজ কুন্ণ হয়েছে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে। কারণ আগামী ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে জনগণের আস্থা অর্জনে কাজ করতে চান বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই।’ সাত হাজার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, এ পদক্ষেপ নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো অপরিহার্য ছিল। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হলো যে, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক। তিনি আরও বলেন, আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদÐ দাবি করি, নিজেদেরও ঠিক সেই একই মানদÐে দাঁড় করাতে চাই। আমরা আরো বির্তকিত নেতাকর্মীদের সাংগঠনিক ব্যবস্থার মধ্যে আনার ব্যবস্থা করছি। যাদের জন্য দলের বদনাম হয়েছে তাদের ছাড় দেয়া হবে না।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯