
ডান্ডিবার্তা রিপোর্ট
এখনো নির্বাচনের তফসিল ঘোষনা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। এতে করে নারায়ণগঞ্জে নির্বাচনী হাওয়া বাইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা নানা প্রতিশ্রæতি দিয়ে যাচ্ছেন ভোটারদের। নারায়ণগঞ্জে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য এমপি প্রার্থীরা ঘরে বসে নেই। একই সাথে আগামী নির্বাচনকে ঘিরে নানা সমীকরণ কষতে শুরু করেছেন ভোটার ও মনোনয়ন প্রত্যাশী থেকে শুরু করে সম্ভাব্য এমপি প্রার্থীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে পারেন, তারা হলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার। জমিয়েত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে একাধিক প্রার্থী মাঠে রয়েছে, বিএনপির প্রার্থী শাহ্ আলম, জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব। এছাড়া আসনটিতে প্রতিদ্ব›দ্বীতা করতে চান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনির হোসেন কাসেমী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন আব্দুল্লাহ আল আমিন। অপরদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে আলোচনায় আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব। নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নতুন করে নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা দিয়েছে বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু। এছাড়া এ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপির সাবেক এমপি এড. আবুল কালাম, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা সাগর, ব্যবসায়ী নেতা মডেল মাসুদ, প্রাইম বাবুলের নাম শুনা যাচ্ছে। জামায়াতের প্রার্থী হিসাবে মাওলানা মঈনউদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী অধ্যাপক সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক এমপি গিয়াস উদ্দিন, আজহারুল ইসলাম মান্নান, ব্যবসায়ী মোজাহিদ মল্লিক, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম। নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান সুমন, মহিলাদল নেত্রী পারভীন। নারায়ণগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া মাছ চলে বেড়াচ্ছেন। সব মিলিয়ে নারায়নগঞ্জে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিএনপি ছাড়া অনান্য দলগুলি আনুষ্ঠানিক ভাবে মাঠে নামলেও বিএনপি এখনো আনুষ্ঠানিক ভাবে মাঠে নামেনি। তবে তারা মাঠ ছাড়ছে না। তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণসংযোগ, লিফলেট বিতরণসহ দলীয় কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারনা চারিয়ে যাচ্ছেন। যার প্রেক্ষিতে নারায়ণগঞ্জে কিছুটা হলেও নির্বাচনী উৎসব শুরু হয়ে গেছে। এ উৎসবটি নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করার পর জোড়ালো হয়ে উঠবে। বিএনপি নেতারা বলেন, মানুষ এখন ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন। কারণ দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। বিগত স্বৈরাচারী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এখন তাদের পতন হয়েছে। তাই মানুষ ভোট দিয়ে পছন্দের প্রার্থীকের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা আর ঘরে বসে নেই তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। বলা চলে এবারের প্রার্থীরা নির্বাচনের জন্য যথেষ্ট সময় পেয়ে যাচ্ছেন প্রচার প্রচারনার জন্য। আর এ সুযোগে মাঠ গুছিয়ে রাখছেন প্রার্থীরা। আর প্রার্থীরা মনোনয়ন বাগানোর কৌশলে মাঠ চষে বেড়াচ্ছেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯