
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের অনৈক্য দিন দিন বেড়েই চলছে। তাদের মধ্যে ঐক্য হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু হইকমান্ড চাচ্ছেন দলীয় নেতাদের মধ্যে কোন থাকতে পারবে না। হাইকমান্ডের নির্দেশে দলের সকল কার্যক্রম চালাতে হবে। কিন্তু নারায়ণগঞ্জ বিএনপিতে এর উল্টোটা। কেউ কারো কমান্ড মানছে না। আর এর জন্য দায়ি দুর্বল নেতৃত্বে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন থেকে দলীয় ইউনিট ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি গঠন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুধু যেসব এলাকায় কোনো কমিটি নেই, সেসব ক্ষেত্রে এ সিদ্ধান্তে ছাড় দেয়া হবে। দলটির সব মনোযোগ এখন প্রার্থী চূড়ান্তকরণ ও দলের ভেতরের বিরোধ মেটানোয়।
বিএনপির একাধিক সিনিয়র নেতা জানান, সস্প্রতি স্কাইপের মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানদের সাথে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন নির্দেশনা দিয়েছেন। একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে বলেছেন, এখন আর নতুন কোনো কমিটি গঠন করা যাবে না। এখন আমাদের লক্ষ্য হলো যোগ্য প্রার্থী ঠিক করা এবং দলকে ঐক্যবদ্ধ রাখা।’ তিনি বলেন, ‘সা¤প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল দেখে তারেক রহমান মনে করছেন, এখন জাতীয় নির্বাচনেই পুরো মনোযোগ দেয়া উচিত। জনগণের সাথে যোগাযোগ বাড়াতে হবে এবং জনপ্রিয়তা ধরে রাখতে হবে। নতুন কমিটি গঠন করলে অনেক জায়গায় দলীয় কোন্দল বাড়বে। এতে নির্বাচনের আগে দল দুর্বল হয়ে পড়বে।’ ওই নেতা আরো বলেন, ‘স¤প্রতি আমরা দেখেছি কিভাবে ছাত্রসংগঠনের অভ্যন্তরীণ দ্ব›দ্ব আমাদের ক্ষতি করেছে। তাই এবার সিদ্ধান্ত হয়েছে- সময় নষ্ট না করে, আগেই প্রার্থী ঘোষণা করতে হবে এবং ঐক্য ধরে রাখতে হবে।’ এই কৌশলে দলীয় উত্তেজনা কমবে এবং নতুন বিরোধ তৈরির আশঙ্কাও কমবে বলে তিনি মনে করেন। ২০০ প্রার্থীর নাম ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে : বিএনপির এক সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, তারেক রহমান প্রত্যেক আসনে দলীয় ঐক্য নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি নিজে দেশজুড়ে বিভিন্ন সূত্র থেকে তথ্য নিচ্ছেন, রিপোর্ট ও জরিপ দেখছেন এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ করছেন। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে প্রায় ২০০ প্রার্থীকে নমিনেশনের সিগন্যাল জানিয়ে দেয়া হবে। জানা গেছে, তারেক রহমান নিজেই স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করছেন। যেখানে কোন্দল আছে, সেখানে সবাইকে এক টেবিলে বসতে বলছেন। বার্তা একটাই- যাকে দল মনোনয়ন দেবে, সবাই তাকে নিয়েই কাজ করবে। সাংগঠনিক সম্পাদকরা এখন থেকেই বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে দেখা করছেন এবং তারেক রহমানের এই বার্তা পৌঁছে দিচ্ছেন। জানা গেছে, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন এখন বন্ধ থাকবে। কেবল যদি কোনো এলাকায় কমিটি না থাকে এবং নির্বাচনী কাজের জন্য খুব প্রয়োজন হয়, তখনই তা গঠন করা যাবে। তারেক রহমান নেতাদের বলেছেন, জনগণের ঘরে ঘরে যেতে হবে, তাদের আস্থা ফেরাতে হবে এবং যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তার জবাব দিতে হবে। বিএনপির এক নেতা বলেন, বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে, বিশেষ করে ডাকসু নির্বাচনের পর, কিছু ভুল হয়েছে; এখন জনগণের কাছে সেগুলো স্বীকার করে আস্থা ফেরানো দরকার। তিনি বলেন, এই ডোর-টু-ডোর প্রচার প্রচেষ্টা বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিমূলক প্রচার, যেমন মুক্তিযুদ্ধ, ভারত ইস্যু নিয়ে ভুল ব্যাখ্যা- এসবের মোকাবেলাও করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, তারেক রহমান গত বুধবার বরিশাল বিভাগের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন এবং একই নির্দেশনা দেন। তিনি বলেন, এই মুহূর্তে কমিটি গঠন করলে অনেকে মন খারাপ করবে। এতে দল বিভক্ত হয়ে যাবে। তাই নতুন কমিটি আপাতত বন্ধ। যেসব এলাকায় একেবারেই কমিটি নেই, শুধু সেখানেই কমিটি গঠন করা যাবে। রাজশাহী বিভাগের নেতাদের সাথেও তারেক একই কথা বলেছেন। মিন্টু বলেন, তারেক রহমান সাংগঠনিক নেতাদের বলেছেন, প্রতিটি বিভাগে গিয়ে বিরোধ মেটাতে হবে এবং মনোনীত প্রার্থীদের পেছনে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানান, তারেক রহমান নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ রাখার বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তবে তিনি বৈঠকের বিস্তারিত জানাননি। শামীম বলেন, আমি নোয়াখালী-৫ আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে বৈঠক করেছি এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছি। স্থানীয় কোনো বিভাজন যেন না থাকে, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯