আজ রবিবার | ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১০:২৮

আ’লীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ডান্ডিবার্তা | ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে জালকুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সহ তার সহযোগীদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত রবিবার মো: মোসলে উদ্দিন নামে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জালকুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মানিক মেম্বারের ছেলে রফিকুল ইসলাম (৫৫), মোঃ জহির উদ্দিন (৫০), পিতা মৃত- ওয়াজ করুনী, লুৎফর রহমান (৩৫), পিতা- মৃত আক্কাস আলীসহ অজ্ঞাত নামা আরো ৮/১০জন সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি খিলপাড়া সাকিনে ২ শতাংশ ২৫ পয়েন্ট জায়গা গত ১৯ জানুয়ারি তারিখে মোঃ দেলোয়ার ও মোঃ জাহাঙ্গীর দ্বয়ের নিকট হইতে সাফ কবলা দলিল নং- ৪২৪ মূলে ১৯ জানুয়ারি হতে ক্রয় করিয়া ক্রয় সূত্রে মালিক হইয়া উহাতে শাক সবজি ও ফলের গাছ রোপণ করে ভোগ করিয়া আসিতেছি। বিবাদীরা দীর্ঘদিন যাবৎ আমার নিকট ১০ লাখ চাঁদা দাবি করিয়া আসিতেছে। আমি বিবাদীদের দাবীকৃত চাঁদার টাকা প্রদান করিতে অস্বীকার করিলে বিবাদীরা আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে। এরই জেরে গত ১৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপরোক্ত সকল বিবাদীগন সহ ১নং বিবাদী রফিকুল ইসলামের হুকুমে অজ্ঞাত নামা আরো ৮/১০ জন বিবাদীরা বে-আইনী জনতাবদ্ধে দেশীয় তৈরী অস্ত্র ধারালো ছোড়া, চাপাতী, রামদা ও এসএস পাইপ নিয়া আমার জায়গার মধ্যে অনধিকার প্রবেশ করিয়া আমার জায়গার মধ্যে থাকা আমার নিজ নামীয় সাইনবোর্ড উচ্ছেদ করে ফেলে এবং আমার জায়গার মধ্যে থাকা বিভিন্ন শাক সবজির ও ফল ফলাদীর গাছ ভাঙচুর করে। এসময় আমার পরিবারের লোকজনরা ঘটনাস্থলে আসিয়া বিবাদীদেরকে বাঁধা প্রদান করিলে বিবাদীরা আমার পরিবারের লোকজনদেরকে মারধর করার জন্য উদ্যত হয়। তখন আমার পরিবারের লোকজনরা ডাক চিৎকার করিতে থাকিলে, আমার পরিবারের লোকজনদের ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমার পরিবারের লোকজনদেরকে হুমকি প্রদান করে যে, আমি যদি বিবাদীদের দাবীকৃত চাঁদার টাকা না দেই, তাহলে বিবাদীরা আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে সময় সুযোগমত পাইলে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। মোসলে উদ্দিন জানান, পরিস্থিতির কারণে তিনি ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও রফিকুল ইসলাম গংদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ কোর্টে রয়েছে রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা