আজ শুক্রবার | ৩ অক্টোবর ২০২৫ | ১৮ আশ্বিন ১৪৩২ | ১০ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:২১

সকলের ঐক্যমতে পালিত দূর্গোৎসব আজ বিদায় নিচ্ছে দেবী দুর্গা

ডান্ডিবার্তা | ০২ অক্টোবর, ২০২৫ | ৯:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সনাতন ধর্মাবলম্বীদের নারায়ণগঞ্জে দুর্গোৎসবকে সুন্দর এবং সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এক যোগে কাজ করেছেন। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও মতের নেতৃবৃন্দের সাথে নিয়মিত মতিবিনিময় করছেন, যা অতীতে কখনো দেখা যায়নি। তাই এবার নারায়ণগঞ্জে একটি উৎসবমুখর পূজার অপেক্ষায় নারায়ণগঞ্জবাসী। গত ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে আজ বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের উৎসব। উৎসবকে রাঙিয়ে তুলতে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা এবং সাধারণ সম্পাদক সুশীল দাসের নেতৃত্বে নারায়ণগঞ্জের প্রতিটি থানা এবং উপজেলার প্রতিটি পূজা মন্ডপের সকল সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করেছেন পরিষদের নেতৃবৃন্দ। দুর্গোৎসবের সফল আয়োজনে প্রতিবারের মতো এবারও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা করেছে পূজা উদযাপন পরিষদ। সেইসাথে পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা হয়েছে। প্রস্তুতি ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেরও। তাছাড়া এবারই প্রথম আলাদা আলাদা ভাবে প্রতিটি রাজনৈতিক দলের সাথে প্রস্তুতি সভা করেছে পূজা উদযাপন পরিষদ। নারায়ণগঞ্জ জেলা বিএনপির এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাথে পৃথকভাবে মতবিনিময় সভা করেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের কার্যালয়ে বসে দুর্গোৎসবের আয়োজনে প্রস্তুতি সভা করেছেন জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শারদীয় দুর্গোৎসবকে সফল করতে বাংলাদেশ ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সাথে মতবিনিময় করেছে পূজা উদযাপন পরিষদ। মত বিনিময় করেছে বাংলাদেশ গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ শাখার নেতৃবৃন্দের সাথেও। তাছাড়া পূজা সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর যেমন ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নো পুলিশ, বাংলাদেশ আনসার, পল্লী বিদ্যুৎসহ সকলের সাথে সমন্বয় সাধন করছেন পূজা পরিষদের নেতৃবৃন্দ এটি উৎসবমুখর পূজা আয়োজনে কোনো ঘাটতি ছিল না। শারদীয় দুর্গোৎসবের আয়োজনে এভাবে সকল রাজনৈতিক দল ও মতের নেতৃবৃন্দের এক্য ইতিপূর্বে কখনো ঘটেনি। সকলের অংশগ্রহণে একটি সুন্দর উৎসব আয়োজন করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের সকল দল-মত নেতৃবৃন্দকে এক সুতায় গেঁথে এনেছেন। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সংকর কুমার দে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপজা উৎসবমুখর ও শান্তিপূর্ন হয়েছে। আজ বিজয় দশমীর মাধ্যমে সম্পন্ন হচ্ছে দুর্গোৎসব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা