
ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকে কাঠি থামার আগে, বিষাদের কালো মেঘ আর আনন্দের আবীর রাঙা উল্লাসে আজ একাকার নারায়ণগঞ্জ। শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের প্রাক্কালে মÐপে মÐপে যেন নেমে আসে সিঁদুর খেলার এক উচ্ছল প্রবাহ। বিবাহিতা নারীরা একদিকে যেমন সিঁদুরের রঙে রাঙিয়ে তোলেন একে অপরের দাম্পত্যের শুভ কামনা, অন্যদিকে তেমনি দেবী দুর্গাকে বিদায় জানানোর চাপা কান্নায় ভারী হয়ে ওঠে উৎসবের আবহ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় আকাশের বৈরী ভাবকে তুচ্ছ করে নগরীর দেওভোগ আখড়া মন্দির, রামকৃষ্ণ মিশন আশ্রমসহ বিভিন্ন পূজামÐপে শত শত নারী জড়ো হন। নববধূর সাজে, লাল পাড় সাদা শাড়ির স্নিগ্ধতায় তারা একে অপরের কপালে, সিথিতে এবং গালে সিঁদুর মাখিয়ে নেচে-গেয়ে মেতে ওঠেন সিঁদুর খেলায়। যেন এক বছরে জমা হওয়া আনন্দ, উল্লাস আর শুভ কামনা তারা একে অপরের জীবনে ছিটিয়ে দেন। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সিঁদুর খেলার মাধ্যমে বিবাহিতা নারীরা দেবী দুর্গার কাছে তাদের স্বামীর দীর্ঘ জীবন, অটুট দাম্পত্য সুখ এবং পরিবারের মঙ্গল কামনা করেন। এই পবিত্র আচারে সিঁদুর শুধু রঙ নয়, তা যেন ভালোবাসার বন্ধন এবং দেবীর আশীর্বাদের প্রতীক। জেলাজুড়ে ২২৪টি পূজামÐপে বিজয়া দশমি উপলক্ষে এই আবেগতাড়িত দৃশ্য দেখা যায়। একে অপরের প্রতি সিঁদুর মাখিয়ে দেওয়ার মধ্য দিয়ে নারীরা শপথ নেন আগামীতেও যেন সবাই মিলে আনন্দ ভাগ করে নিতে পারেন। তবে, এই বাঁধভাঙা আনন্দের পেছনেই লুকিয়ে ছিল এক বছরের অপেক্ষার সূচনা। কারণ, মা দুর্গা তাঁর সন্তানদের ছেড়ে কৈলাসে ফিরে যাবেন, আর ভক্তদের অপেক্ষা করতে হবে আরও একটি বছর। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শুরু হবে বিদায়ের পালা। নারায়ণগঞ্জ জেলা শহরে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা বিসর্জনের যাত্রা শুরু হবে শীতলক্ষ্যা নদীর দিকে। প্রতিমা বিসর্জনের জন্য শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর ঘাটকে বিশেষভাবে সাজিয়ে প্রস্তুত করা হয়েছে। এই বিশাল বিসর্জন পর্ব নির্বিঘেœ সম্পন্ন করতে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ভক্তরা এক বছরের আনন্দ নিয়ে বিষাদের ভারে আজ দেবীকে বিদায় জানাবেন, আর মনে মনে প্রার্থনা করবেন – “মা গো, আসছে বছর আবার হবে!”
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
« সেপ্টেম্বর | নভেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯