
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে তিনিট ইসলামী দল পিআর চেয়ে একাট্টা হয়েছে। তারা একই দাবিতে পৃথক পৃথক কর্মসূচি পালন করছেন। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ৫দফা-৬দফা দাবি নিয়ে একপ্রকার রাজনৈতিক ঐক্যমতে রয়েছে। তারা দলীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিনে নারায়ণগঞ্জ ডিসি অফিসে স্মারকলিপি প্রদান ও গণমিছিল করেন ইসলামীক এই তিন দল। ৫দফা-৬দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের সহায়ক জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এরমধ্যে খেলাফত মজলিসের ষষ্ঠ দাবি রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া। এসকল দাবির আলোকেই ইসলামীক এই তিনটি দল পৃথক পৃথক সময়ে স্মারকলিপি প্রদান করেছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর পৃথকভাবে স্মারকরিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস। এরমধ্যে জামায়াতে ইসলাম বিগত কয়েকদিন যাবত, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি চালুসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে গণমিছিল করেছেন নগরীতে। এদিকে এই ৫দফা দাবি বাস্তবায়নে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ দলটির মনোনয়ন প্রত্যাশীরা। এরমধ্যে প্রায় একই দাবি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ মহানগরের নেতৃবৃন্দকে নিয়ে স্মারকলিপি প্রদান করেন। খেলাফত মজলিস প্রায় একই দফার সাথে ৬দফা নিয়ে দলীয় কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল ইসলাম মামুনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেন। এদিকে অন্যান্য দুই ইসলামীদল পঞ্চম দফা দিলেও খেলাফত মজলিস ৬দফা দিয়েছেন তাদের ষষ্ঠ নম্বর দফা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। মূলত, প্রায় একই দাবি নিয়ে নারায়ণগঞ্জের সক্রিয় ইসলামী তিন রাজনৈতিক সংগঠন তাদের দলীয় দাবি আদায়ে এক প্রকার এই তিনটি দলই রাজনৈতিক ঐক্যমতে রয়েছে। তবে উভয়দলই তাদের দলীয় কর্মসূচির উপর ভিত্তি করেই তাদের কেন্দ্র নির্দেশিত দফাগুলোর দাবি আদায়ে কাজ করছেন। কিন্তু তারা মাঠে থাকলেও এখনো সাধারণ মানুষের সাড়া পড়েনি।
ই
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯