আজ শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২ | ২৫ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৪৬

পি-আরের দাবিতে মাঠে তিন দল

ডান্ডিবার্তা | ১৭ অক্টোবর, ২০২৫ | ৯:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে তিনিট ইসলামী দল পিআর চেয়ে একাট্টা হয়েছে। তারা একই দাবিতে পৃথক পৃথক কর্মসূচি পালন করছেন। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ৫দফা-৬দফা দাবি নিয়ে একপ্রকার রাজনৈতিক ঐক্যমতে রয়েছে। তারা দলীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিনে নারায়ণগঞ্জ ডিসি অফিসে স্মারকলিপি প্রদান ও গণমিছিল করেন ইসলামীক এই তিন দল। ৫দফা-৬দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের সহায়ক জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এরমধ্যে খেলাফত মজলিসের ষষ্ঠ দাবি রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া। এসকল দাবির আলোকেই ইসলামীক এই তিনটি দল পৃথক পৃথক সময়ে স্মারকলিপি প্রদান করেছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর পৃথকভাবে স্মারকরিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস। এরমধ্যে জামায়াতে ইসলাম বিগত কয়েকদিন যাবত, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি চালুসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে গণমিছিল করেছেন নগরীতে। এদিকে এই ৫দফা দাবি বাস্তবায়নে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ দলটির মনোনয়ন প্রত্যাশীরা। এরমধ্যে প্রায় একই দাবি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ মহানগরের নেতৃবৃন্দকে নিয়ে স্মারকলিপি প্রদান করেন। খেলাফত মজলিস প্রায় একই দফার সাথে ৬দফা নিয়ে দলীয় কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল ইসলাম মামুনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেন। এদিকে অন্যান্য দুই ইসলামীদল পঞ্চম দফা দিলেও খেলাফত মজলিস ৬দফা দিয়েছেন তাদের ষষ্ঠ নম্বর দফা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। মূলত, প্রায় একই দাবি নিয়ে নারায়ণগঞ্জের সক্রিয় ইসলামী তিন রাজনৈতিক সংগঠন তাদের দলীয় দাবি আদায়ে এক প্রকার এই তিনটি দলই রাজনৈতিক ঐক্যমতে রয়েছে। তবে উভয়দলই তাদের দলীয় কর্মসূচির উপর ভিত্তি করেই তাদের কেন্দ্র নির্দেশিত দফাগুলোর দাবি আদায়ে কাজ করছেন। কিন্তু তারা মাঠে থাকলেও এখনো সাধারণ মানুষের সাড়া পড়েনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা