আজ শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২ | ২৫ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৩৯

ভুঁইগড় ও সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসীদের উৎপাত বেড়েছে

ডান্ডিবার্তা | ১৭ অক্টোবর, ২০২৫ | ৯:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের ভুইগড় ও সাইনবোর্ড এলাকায় এক ভয়ঙ্কর বাহিনী গড়ে তুলেছেন নামদারি বিএনপি নেতা কাজী নাজমুল হাসান। গত কয়েকদিন ধরে ভুইগড় সরদার এলাকার বাসিন্দা মো. হেলাল সরদারের ঘর বাড়ি দখল করার জন্য পায়তারা করছে নাজমুল ও তার বাহিনী। পরবর্তীতে হেলাল সরদার কোনো উপায় না পেয়ে গত বুধবার ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। হেলাল সরদার ভূইগড় কাজী পাড়ার বাসিন্দা মৃতঃ বিল্লাল হাজীর ছেলে কাজী নাজমুল, সাইনবোর্ড শান্তিধারা এলাকার বাসিন্দা মুন্সিগঞ্জের সহিদুল ইসলাম সহিদ, ভুইগড় করইতলা এলাকার বাসিন্দা কাজী আমিনের ছেলে কাজী ফাহমি, একই এলাকার বাসিন্দা নবিউল্লাহ মাহমুদের ছেলে কাউসার মাহমুদ সহ অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে হেলাল সরদার অভিযোগ দায়ের উল্লেখ করেন। অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদীরা হেলাল সরদারের সম্পত্তি জবর দখল করার কটুকৌশল অবলম্বন করিয়া গভীর রাত্রে আমার বাসার গেইটের সামনে আড্ডা দেওয়া সহ আমার গেইটে ইট পাটকেল নিক্ষেপ করিয়া বিরক্তি সৃষ্টি করে এবং বিভিন্ন সময় দেশীয় অস্ত্র শস্ত্র প্রদর্শন করিয়া ভয়ভীতি প্রদান করে থাকে এবং আমার বাসার ভাড়াটিয়া মহিলারা প্রতিবাদ করার চেষ্টা করিলে বিবাদীরা তাদেরকেও বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ আমার বাসা হইতে চলিয়া যাওয়ার জন্য হুমকি প্রদান করে। বিবাদীদের বিভিন্ন উৎপাতে আমি অতিষ্ট হইয়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত নারায়ণগঞ্জে পিটিশন মামলা নং-৩২৪/২০২৫ দায়ের করি। তবুও নাজমুল বাহিনী থেমে নেই উৎপাত করেই যাচ্ছে। গোপন সুত্রে জানা যায়, নামদারি বিএনপি নেতা কাজী নাজমুল হাসান মূলম বিএনপি নেতা পান্না মোল্লার বাতিজা রাশেদ মিল্কীর সাথে চলাফেরা করে আর সেই রাশেদ মিল্কীর ইন্ধনেই নাজমুল বাহিনী এতো উৎপাত করে বেড়ায়। তাছাড়া কাজী নাজমুল হাসানের বড় ভাই কাজী হুমায়ুন কবির আওয়ামী লীগের সন্ত্রাসী। আওয়ামী লীগের দোসর কাজী হুমায়ুন কবিরের নামে বৈষম্য বিরোধী হত্যা মামলা থাকার পরেও ওপেন ঘুরে বেড়ায় আর এদিকে কাজী নাজমুল বিএনপির পরিচয় দিয়ে চাঁদাবাজি দখলবাজি সহ বিভিন্ন অবকর্ম করে বেড়াচ্ছে। কাজী নাজমুল বাহিনীর অনতম সদস্য মুন্সিগঞ্জের সহিদুল ইসলাম সহিদ, কিশোর গ্যাং লিডার কাজী ফাহিম, নবিউল্লাহ, কাউসার ও আওয়ামী লীগের দোসর জামান এবং মিজানুর রহমান মিলন সক্রিয় সদস্য। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ দায়েরকারী হেলাল সরদার জানান, কাজী নাজমুল বাহিনী আমার সম্পত্তি জবর দখল করে নেওয়ার জন্য পায়তারা করছে, বিভিন্নভাবে উৎপাত করে আমাকে ও আমার বাড়ির ভাড়াটিয়াদের বিরক্ত করে হুমকি দিয়ে যাচ্ছে। আমি বিভিন্নভাবে খোজ কবর নিয়ে জানতে পারি বিএনপি নেতা পান্না মোল্লা বাতিজা রাশেদ মিল্কীর পাওয়ারে নাজমুল বাহিনী এতো উৎপাত করছে। আমি কোনো উপায় না পেয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছি, এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আইনের সহযোগিতা চাই। অভিযোগের তদন্তের দায়িত্ব পাওয়া ফতুল্লা থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো অফিসিয়াল ভাবে অভিযোগ টি হাতে পাইনি তবে আমি শুনেছি একটি অভিযোগ হয়েছে। অভিযোগের কপি আমার হাতে আসলে আইনগত ব্যবস্থা নিবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা