
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় জেলার তিন শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান। প্রকাশিত ফলাফলে দেখা যায়, জেলায় তিনটি ধারায় (উচ্চ মাধ্যমিক, আলিম ও ভোকেশনাল) মোট ২৩ হাজার ১৬২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১২ হাজার ৪০০ জন, পাসের হার ৫৩ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩২১ জন শিক্ষার্থী। জেলার এবারের ফলাফলে দেখা গেছে, ঢাকেশ্বরী মিলস কলেজ (বন্দর), রূপগঞ্জের নবকিশলয় স্কুল অ্যান্ড কলেজ (এমপিওভুক্ত) এবং আব্দুল আজিজ মিয়া আয়েশা খাতুন কলেজ এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ঢাকেশ্বরী মিলস কলেজ থেকে ৩ জন পরীক্ষার্থী, নবকিশলয় স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৫ জন এবং আব্দুল আজিজ মিয়া আয়েশা খাতুন কলেজ থেকে ১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু কেউই পাস করতে পারেনি। ফলে তিন প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ। অন্যদিকে, কমর আলী কলেজে ফল আশঙ্কাজনকভাবে কম ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৭ জন পাস করেছে, পাসের হার ১৫ দশমিক ২৮ শতাংশ। কেউ জিপিএ-৫ পায়নি। সবচেয়ে ভালো ফল করেছে গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ। প্রতিষ্ঠানটির ৩৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫৯ জন পাস করেছে, পাসের হার ৯৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। এছাড়া নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ২৮০২ জনের মধ্যে পাস করেছে ২২২৬ জন, পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন। সরকারি তোলারাম কলেজে ২৭১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৫১ জন পাস করেছে, পাসের হার ৭৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন। অন্যদিকে, আদমজীনগর মার্চেন্ট সরকারি কলেজে ফলাফল তুলনামূলকভাবে দুর্বল ১ হাজার ৯১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৮৩ জন, পাসের হার ৪০ দশমিক ৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে জেলায় সবচেয়ে বেশি অংশ নেয় ২১ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১১ হাজার ৩৬১ জন পাস করেছে, পাসের হার ৫২ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন। আলিম পরীক্ষায় অংশ নেয় ৯১৩ জন, পাস করেছে ৭৩৫ জন, পাসের হার ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। ভোকেশনাল শাখায় অংশ নেয় ৪৭৫ জন, পাস করেছে ৩০৪ জন, পাসের হার ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান (ভারপ্রাপ্ত) বলেন, “যেসব প্রতিষ্ঠানের ফল শূন্য বা অস্বাভাবিকভাবে কম, সেগুলোকে শোকজ করা হবে। প্রয়োজন হলে তদন্ত শেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯