
ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে স্থানীয় একটি মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্ব›েদ্বর জেরে বাতেন নামের এক ব্যক্তিকে কোপিয়ে হত্যা করা হয়েছে। সে স্থানীয় সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর কোনাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। একই সময় তার ছেলে আজিজুলকেও সন্ত্রাসীরা কোপিয়ে গুরুতর জখম করেছে বলে জানা গেছে। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সভাপতি করিমের নেতৃত্বে গত বুধবার সন্ধা ৭টার দিকে একদল সন্ত্রাসী বাবা ও ছেলের ওপর হামলা চালায়। জানা গেছে, বাতেন মিয়া ইউনিয়ন কৃষক দলের সদস্য ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। এসময় তাদেরকে উপর্যুপরি ‘দা’ দিয়ে কোপানো হয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহত আজিজুলের স্ত্রী নুসরাত জানান, রসুলপুর কেন্দ্রীয় সমজিদের কমিটি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি করিমের সঙ্গে তার শ্বশুড় বাতেনের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে করিমের নেতৃত্বে তার লোকজন স্বামী আজিজুল ও শ্বশুড় বাতেনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দুজনকে উপর্যুপরি কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাতে প্রথমে স্থানীয় মালেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে বাতেনের মৃত্যু হয়। নুসরাত আরও বলেন, আমার স্বামী আজিজুলের অবস্থাও আশঙ্কাজনক। দোষিদের দ্রæত গ্রেপ্তার করাসহ আমি এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসিরউদ্দিন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আশা করছি খুব দ্রæত সময়ের মধ্যেই আসামীদের পুলিশ গ্রেপ্তারে সক্ষম হবে।
ই
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯