আজ শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২ | ২৫ রবিউস সানি ১৪৪৭ | সকাল ৮:৪২

আড়াইহাজারে কৃষক দল নেতা খুন

ডান্ডিবার্তা | ১৭ অক্টোবর, ২০২৫ | ৯:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে স্থানীয় একটি মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্ব›েদ্বর জেরে বাতেন নামের এক ব্যক্তিকে কোপিয়ে হত্যা করা হয়েছে। সে স্থানীয় সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর কোনাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। একই সময় তার ছেলে আজিজুলকেও সন্ত্রাসীরা কোপিয়ে গুরুতর জখম করেছে বলে জানা গেছে। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সভাপতি করিমের নেতৃত্বে গত বুধবার সন্ধা ৭টার দিকে একদল সন্ত্রাসী বাবা ও ছেলের ওপর হামলা চালায়। জানা গেছে, বাতেন মিয়া ইউনিয়ন কৃষক দলের সদস্য ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। এসময় তাদেরকে উপর্যুপরি ‘দা’ দিয়ে কোপানো হয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহত আজিজুলের স্ত্রী নুসরাত জানান, রসুলপুর কেন্দ্রীয় সমজিদের কমিটি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি করিমের সঙ্গে তার শ্বশুড় বাতেনের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে করিমের নেতৃত্বে তার লোকজন স্বামী আজিজুল ও শ্বশুড় বাতেনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দুজনকে উপর্যুপরি কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাতে প্রথমে স্থানীয় মালেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে বাতেনের মৃত্যু হয়। নুসরাত আরও বলেন, আমার স্বামী আজিজুলের অবস্থাও আশঙ্কাজনক। দোষিদের দ্রæত গ্রেপ্তার করাসহ আমি এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসিরউদ্দিন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আশা করছি খুব দ্রæত সময়ের মধ্যেই আসামীদের পুলিশ গ্রেপ্তারে সক্ষম হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা