
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিনোদনের জন্য তেমন একটা মানসম্মত ওয়াকওয়ে নেই বললেই চলে। ফতুল্লার পঞ্চবটি এলাকায় নাসিকের অর্থায়নে এডভেঞ্চারল্যান্ড পার্ক নির্মিত হলেও তা জেলাবাসীর আকাঙ্খা বিন্দু পরিমানও পূরন করতে পারেনি। নারায়ণগঞ্জবাসীর বিনোদনের কথা চিন্তা করে শীতলক্ষ্যা নদী দখলমুক্ত করে সরকার বিনোদনের জন্য ওয়াকওয়ে পার্ক নির্মান করলেও তা রক্ষনা-বেক্ষনের অভাবে জনসাধারনের চাহিদা পূরনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন জেলাবাসী। এছাড়া উক্ত পার্কে ঘিরে গড়ে উঠেছে একাধিক অপরাধচক্র। সন্ধ্যা হলেই সামান্য বিনোদনের জন্য বেড়াতে আসা দর্শনার্থীদেরর বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কখনো ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইলফোনসহ বিভিন্ন সরন্জাম নিয়ে যাচ্ছে। এছাড়াও শহরের বিভিন্ন আবাসিক হোটেল বন্ধ হয়ে যাওয়ায় উক্ত পার্কে শহরে অবস্থান করা বিভিন্ন ভাসমান পতিতারা তাদের খদ্দেরদের নিয়ে অসামাজিক কার্য্যকলাপ করার অভিযোগও উঠে এসেছে উক্ত পার্কে বিনোদনের জন্য বেড়াতে যাওয়া একাধিক ভূক্তভোগীর কাছ থেকে। সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতা এবং সঠিক পরিচর্যার অভাবে শহরের বিনোদনপ্রেমী মানুষদের একমাত্র অবলম্বন ইকো পার্কটির বিলুপ্তি হওয়ারও আশংকা করছেন সচেতন মহল। সচেতন মহলের মতে, ইকো পার্কটি বর্তমানে অপরাধীদের নিয়ন্ত্রনে চলে গেছে। বিনোদন প্রেমী মানুষরা পার্কে বেড়াতে এসে নানা ধরনের হয়রানীর সম্মুখীন হচ্ছে। সঠিক সময়ে এ পার্কটির সঠিক পরিচর্যা এবং বিনোদনের জন্য বেড়াতে আসা সাধারন মানুষদেরও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনতিবিলম্বে পার্কটিকে দখল করে রাখা বিভিন্ন শ্রেনীর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। সূত্রে জানা যায়, জেলাবাসীর বিনোদনের কথা চিন্তা করে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ শীতলক্ষ্যা নদীর পারবর্তী জায়গা দখলদার কাছ থেকে মুক্ত করে ইকো পার্ক নির্মান করেছেন। ইকো পার্ক নির্মানের প্রথম অবস্থায় জেলাবাসী বিনোদন উপভোগ করার জন্য ইকো পার্কে পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে এ পার্কে আসতেন। তবে পার্ক নির্মানের কয়েকমাস পার হওয়ার পর লক্ষ্য করা যায় অপরাধীরা তাদের অপরাধের নিরাপদ স্থান হিসেবে এ পার্কটিকে বেছে নিয়েছে। সন্ধ্যা হওয়ার পর পরই উক্ত পার্কে বেড়াতে আসে সাধারন বিনোদন প্রেমীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে অস্ত্রেওর মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিচ্ছে। এমনকি সন্ধ্যার পর পরই এ পার্কটিকে ঘিরে এক শ্রেনীর প্রভাবশালীদের প্রত্যক্ষ সহযোগিতায় গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে অ-সামাজিক কার্য্যকলাপ। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের সহযোগীতায় এই চক্রটি পার্কটিকে ঘিরে তাদের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। শীতলক্ষ্যা নদীতে বেড়াতে আসা সফিকুল ইসলাম নামের এক সরকারী কর্মকর্তা জানান, সরকারী ছুটি তাই সামান্য বিনোদনের জন্য একটু ঘুরতে এসেছিলাম এই পার্কটিতে। ভেবে ছিলাম নদীর পাড়ে পার্ক নির্মিত হয়েছে। এই পার্কটিতে বিশুদ্ধ বাতাসের পাশাপাশি বেড়ানোও যাবে। কিন্তু সন্ধ্যার পর পার্ক যেতে না যেতে না যেতেই শুনি পার্কে বেড়াতে আসা এক ব্যাক্তি ছিনতাইয়ের কবলে পড়েছে। এ কথা শুনার পরও আমি পার্কটির ভিতরে গিয়ে দেখি এক শ্রেনীর তরুন-তরুনী রহস্যজনক ভাবে তাকে ইশারা করে আকৃষ্ট করার চেষ্টা করছে। এমন দৃশ্য দেখার পর তার বুঝতে আর বাকি রইলো না এই পার্কটি জেলার সাধারন মানুষের বিনোদনের জন্য নির্মিত হলেও তা অপরাধীরা নিরাপদ স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর যে পার্কটিকে অপরাধীরা তাদের নিরাপদ ঘাটিঁ হিসেবে বেছে নিয়েছে সেখানে বেড়াতে আসা নিরীহ সাধারন মানুষের নিরাপত্তা কতটুকু এমন প্রশ্ন তিনি ছুড়ে দেন এ প্রতিবেদককে। নারায়ণগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেনীর দুই ছাত্রী তাদের নাম না প্রকাশ করার শর্তে জানান, সে সহ তার কয়েকজন বান্ধবী সামাণ্য বিনোদনের জন্য নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী ঘিরে গড়ে উঠা নির্মিত ইকো পার্কে বেড়াতে যান তারা। অনেকটা আনন্দঘন পরিবেশে তারা পার্কটির ভিতরে প্রবেশ করলেও তাৎক্ষনিক তারা পার্কটি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। অনেকটা লজ্জিত স্বরে মেয়েটি এ প্রতিবেদককে তারা জানান, পার্কের ভিতরে প্রবেশ করে তাদের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে আর কখনো এ পার্কে বিনোদনের জন্য যাবে কিনা সন্দেহ রয়েছে। সে আরো জানান, বর্তমানে পার্কটিতে বিনোদন করার মত কিছুই নেই রয়েছে শুধু অশ্লীলতা। একই অভিযোগ করেছেন পার্কে বেড়াতে আসা একাধিক বিনোদন প্রেমী মানুষ। পার্কটির সৌন্দর্য্য এবং পার্কটিকে সঠিকভাবে পর্যবেক্ষন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯