
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠ এখন দুই দলেই দখলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিএনপি পুরো মাঠ দখলে নিতে না পরলেও শত বাধা উপেক্ষা করে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে মাঠ দখলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আওয়ামীলীগ মাঝে মধ্যে দলীয় কর্মসূচির মাধ্যমে মাঠে নামলেও তাদের দখলে মাঠ থাকছে না। বিএনপি আন্দোলনের মাধ্যমে চাচ্ছে জনগণকে সম্পৃক্ত করতে। বর্তমানে বিএনপির দলীয় কর্মসূচিগুলি জনস্বার্থ হওয়ায় তারা সাধারণ মানুষের সহানুভ’তি পাচ্ছেন। কিন্তু এখনও তারা তাদের আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। আর আওয়ামীলীগ তাদের কর্মসূচিতে এখন শুধু দলীয় লোক ছাড়া কাউকে পাচ্ছেন না বলে এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। বর্তমানে দেশে গ্যাস সংকট, দ্রব্যমূল্যের উর্ধগতি, বিরোধী দলকে নানা ভাবে নাজেহাল করাসহ দলীয় লোকদের দুর্নীতির কারণে সাধারণ মানুষ অনেকটা আওয়ামীলীগের উপর নাখোশ। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বার্থকতা তা অল্পতেই ম্লান হয়ে যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের দুর্নীতির কারণে। দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার স্বার্থে বলেন, নারায়ণগঞ্জে এখন দেখা যায় আওয়ামীলীগের মধ্যে চলছে সম্মেলনের নামে নাটক। সম্মেলনে কোন ভোট বা কোন কাউন্সিলকে ভোট দিতে দেখা যায় না। শীর্ষ নেতারা সম্মেলনে এসে বড় বড় বক্তব্য দিয়ে পরে কোন ভোট বা কাউন্সিল না করে কমিটি ঘোষণা পরে করবে বলে চলে যান। পরে তাদের দফত থেকে পকেট কমিটি ঘোষণা দিয়ে দিচ্ছেন। বর্তমানে এ চলছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের রাজনীতি। আর জেলা আওয়ামীলীগের কমিটি গঠনের কোন হাওয়াও বইছে না। জেলা আওয়ামীলীগকে নতুন করে সাজানোর নামে পুরোনোদেরই আবার নতুন করে উপস্থাপন করা হলো। এতে করে তৃনমূলে ক্ষোভ থাকলেও দলীয় সিদ্ধান্তের কারনে কেহ মুখ খুলেনি। আর এতে করে নতুন নেতৃত্বেরও সৃষ্টি হলো না। সেই পুরনো কমিটিই রয়ে গেল নতুন মেয়াদের জন্য। দলীয় একাধিক নেতা বলেন, এই ধরনের নাটকের কোন দরকার নেই। এই নাটকে শুধু কিছু মোটা অঙকের টাকা খরচ হয়। ফলশ্রুতিতে কিছুই হয় না। এভাবেই তালমাতাল অবস্থায় চলছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতি। অপর দিকে বিএনপও একই পথে হাটছে। বিএনপি যেহেতু রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনে এগোতে হবে এই সময় তৈমূর, এটিএম কামাল, মুকুল, খোরশেদের মত ত্যাগী নেতাদের বাদ বা অবমূল্যয়ন করা সঠিক হয়নি। কারণ তাদের কর্মী বাহিনী রয়েছে। এসকল কর্মী বাহিনী এখন মাঠে প্রয়োজন। যদিও তারা মাঠে নামেন তবে দায়িত্বে থাকলে মাঠে আরো জোড়ালো ভ’মিকা রাখা তাদের পক্ষে সম্ভব হত। এ ধরণের ভুলে বার বার বিএনপি হোচট খাচ্ছে। নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপির জন্য তৈমূর-কালাম সবচেয়ে বেশী প্রয়োজন। তাহলে এতদিনে নারায়ণগঞ্জ অনেক উত্থাল হয়ে উঠত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এ জন্য বিএনপির এখনই ঘুরে দাঁড়াতে হলে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন জরুরী বলে মনে করা হচ্ছে। কারণ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি উভয় দলই শক্তিশালী। এখন শুধু নেতৃত্বে অভাবে নারায়ণগঞ্জের রাজনীতি তালমাতাল হয়ে আছে। তাই উভয় দলেরই সঠিক নেতা নির্বাচন করে নেতৃত্ব দেয়া ব্যবস্থা করতে হবে। তা হলে বুঝা যাবে কারা মাঠ দখলে রাখতে পারে? তবে রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবি বিএনপিকে বেশী বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং আরো সহনশীল হতে হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯