আজ বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ২১ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৯:৩০

বন্দরে ভেজাল জুস কারখানায় অভিযান

ডান্ডিবার্তা | ১৭ মার্চ, ২০২৩ | ১২:০১ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১১ যৌথভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার বন্দরের কেওঢালা এলাকায় এন এম সি ফুড এন্ড কনজুমার প্রোডাক্টস লিমিটেডে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে জুস, নারিকেল তেল, সরিষার তেল, হারপিক, হ্যান্ডওয়াশ তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩, ৪৪ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ১৭ হাজার ৫০০ লিটার জুসসহ অন্যান্য পণ্য ধ্বংস করা হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এবং র‌্যাব-১১’র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। সেলিমুজ্জামান জানান, এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে। এছাড়া রমজান ও ঈদ ঘিরে ভেজাল পণ্য বাজারজাত ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং এবং অভিযান চলমান থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা