আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | ভোর ৫:১৪

পাল্টে যাচ্ছে না’গঞ্জের রাজনীতি!

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৩ | ১১:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ঈদের পর পাল্টে যাচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতির গতি-প্রকৃতি। জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে থাকায় সরকারবিরোধী আন্দোলনমুখী দলগুলো একাট্টা হয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। যা মে-জুন মাস থেকে বহুবিধ রূপ লাভ করতে পারে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে বলেও ধারণা করছেন কেউ কেউ। সরকারি দল আওয়ামী লীগ কোনো ধরনের সংলাপ-সমঝোতায় আগ্রহী না থাকায় বিরোধী যেকোনো আন্দোলন দমনে তারাও এ সময় মাঠে থাকবে বলে জানা গেছে। এ ক্ষেত্রে ঈদের পরপরই নতুন মাত্রায় শুরু হতে পারে গ্রেফতার অভিযান। এ বছরের শুরু থেকেই রাজনীতিতে এক ধরনের উত্তাপ বইছে। ক্ষমতাসীনদের প্রধান প্রতিদ্বন্ধী বিএনপি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে খালেদা জিয়ার মুক্তি ও সুষ্টু নির্বাচনের দাবিতে তারা যে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তা অনেকটাই স্পষ্ট। নারায়ণগঞ্জের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্য ইতোমধ্যে উত্তাপ সৃষ্টি করেছে। খোদ সরকারই ফের একটি সঙ্ঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছে। সরকারি দলের নেতৃবৃন্দদ্ধয় এ ধরনের শঙ্কাপূর্ণ বক্তব্য এখন প্রতিদিনই দিচ্ছেন। ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দরা দ্বাদশ জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি নানা ষড়ষন্ত্রে মেতে উঠেছে। তারা দেশে ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ২০১৪ সালের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে দেশে-বিদেশে গোপনে বৈঠকও করছে তারা। উত্তাপ ছড়ানো বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতারাও। গণ-অভ্যুত্থান কিংবা গণ-আন্দোলনের হুমকি দিচ্ছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহৎ দুই দলের শীর্ষ নেতাদের এ ধরনের বক্তব্য নিছক বক্তব্যই নয়। নির্বাচনের আগের তিন মাসে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠতে পারে। বিশেষ করে নির্বাচনকালীন সরকার গঠনের আগে ও পরের দিনগুলো রাজনৈতিক কর্মসূচিতে উত্তাল থাকতে পারে। ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করেছে বিএনপি। জানা গেছে, জোটবদ্ধ দলগুলোর দাবি এক ও অভিন্ন। তা হলো আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো। এ দাবিতে জোটগুলোর মধ্যে এখন প্রায়ই বৈঠক হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচনা আছে। জানা গেছে, বিএনপি সরকারবিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ইস্যুতে ১০-দফা দাবির একটি খসড়া তৈরি করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছেÑ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক নেতাকর্মীদের মামলা প্রত্যাহার এবং নতুন করে মামলা না দেয়া, সব রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে নির্বাচনকালীন সরকার গঠন, সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিল। জানা গেছে, বিএনপি এসব দাবিতে স্বল্পমেয়াদি একটি কার্যকর আন্দোলন গড়ে তুলতে চায়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আলহাজ¦ গিয়াসউদ্দীন বলেন, সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাদের আন্দোলন বহু দিন ধরেই চলে আসছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর সেই আন্দোলনের সাথে তার মুক্তি আন্দোলন যোগ হয়েছে। দলীয় প্রধানের মুক্তিই তাদের প্রধান এজেন্ডা। সরকার যতই নীলনকশা করুক না কেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির পুনরাবৃত্তি আর হবে না। মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খাঁন বলেন, ১০-দফা দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা মতে নারায়ণগঞ্জ বিএনপি তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। বিএনপির আন্দোলন সংগ্রাম দেখে আওয়ামীলীগ ভয় পাচ্ছে। এজন্যই বিভিন্নস্থানে বিভিন্ন বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতা বিএনপির নেতৃবৃন্দের মাঝে কোন্দল সৃষ্টির পায়তারা চালিয়ে আসছে। বিএনপি ঐ প্রভাবশালী নেতার মিশন কি তা অনুমেও করতে পেরেছেন। আওয়ামীলীগের প্রভাবশালী ঐ নেতা যাই বলুক না কেন তা কখনো বাস্তবায়িত হবে না। বিএনপির মধ্যে ঐক্যছিল ঐক্য থাকবে। তিনি আরো বলেন, ঈদের পর সরকার বিরোধী আন্দোলনে নতুন উদ্যমে মাঠে থাকবে বিএনপি। যে আন্দোলনের মাধ্যমে সরকারের ভীত কাপিঁয়ে দেয়া হবে বলে তিনি ধারনা করছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা