আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ২:২২

আওয়ামী রাজনীতিতে তরুণদের আধিক্য!

ডান্ডিবার্তা | ০৭ মে, ২০২৩ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে আওয়ামীলীগের প্রবীন নেতারা রাজনীতিতে দিন দিন ঝিমিয়ে পড়ায় তরুণরা রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে। দল ক্ষমতায় থাকলেও রাজপথে প্রবীণদের তেমন ভূমিকায় দেখা যায় না। দল ক্ষমতায় না থাকার সময়ও দীর্ঘদিন রাজপথে দেখা যেত না তাদের। সম্প্রতি দলীয় বিভিন্ন কর্মসূচীতে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বিভিন্ন সংগঠনের নেতৃত্বে থাকা তরুন নেতৃবৃন্দ কর্মসূচী পালনের মধ্য দিয়ে নিজেদের অবস্থানের জানান দিয়েছেন। রাজনৈতিক কর্মসূচী সফলের নেপথ্যে ছিল তরুণ নেতারা এমনটাই দাবি তরুণ নেতাদের। তরুন নেতাদের বিশাল বিশাল মিছিলে দলীয় কর্মসূচী হয়েছিল। জানাগেছে, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতিতে তরুনদের আধিক্য বাড়ছে। গুরুত্ব কমছে বিতর্কীত ও নিস্ক্রীয় নেতাদের। আওয়ামী লীগের প্রবীন নেতাদের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে তরুন নেতাদের প্রতি ঝুকছে কর্মীরা। ক্ষমতাসীন দলের তৃনমূলের দাবির কারনে রাজনীতিতে প্রথম সাঁড়িতে ফিরছে তরুন নেতারা। এটা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেসক মহল। বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় নেতাকর্মীদের সাথে আলাপকালে জানা গেছে, নারায়নগঞ্জের রাজনীতিতে তরুন নেতাদের প্রধান্য দেয়ার ব্যাপারটি আগেও ছিল, কিন্তু তখন ছিল অনেক কম। তবে এ উদ্যোগ আরো আগে নেয়া প্রয়োজন ছিল। রাজনীতির সাথে সংশ্লিষ্টরা বলছেন, রাজনীতিতে প্রবীনদের পাশাপাশি নবীনদের বিচরণ রাজনীতিকে আরো গতিশীল করবে এবং নতুনরাও রাজনীতিতে আসতে আগ্রহী হয়ে উঠবে। সূত্রমতে, নবীন নেতাদের পাশাপাশি তরুন নেতাদের রাজনীতিতে আনতে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে দলের তৃনমূলেও রয়েছে নানা তাগিদ। তবে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে প্রবীন নেতাদের চেয়ে নবীন নেতাদের প্রতি গুরুত্ব বাড়িয়ে দেয়া হয়েছে। রাজপথ গরম রাখছেন তরুন নেতৃবৃন্দ। আগামীতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের কমিটিতে প্রবীণদের চাইতে নবীণরা প্রধান্য পাবে। কর্মীদের কাছে তরুণ নেতৃত্ব দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এদের মধ্যে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়াসহ অনেক নেতারই প্রবীনদের চেয়ে শক্ত অবস্থানে রয়েছেন। এছাড়াও জেলা ও মহানগর ছাত্রলীগ সাংগঠনিক অবস্থা সবচেয়ে শক্তিশালী। কথিত আছে, বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগসহ সব কয়টি রাজনৈতিক সংগঠনগুলোর চেয়ে সাংগঠনিক দিক দিয়ে শক্ত অবস্থানে রয়েছে ছাত্রলীগ। মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধানের নেতৃত্বে নারায়ণগঞ্জে ছাত্রলীগ এখন রাজনৈতি অঙ্গনে শক্ত অবস্থান তৈরী করেছে। অন্যদিকে, আওয়ামীলীগের রাজনীতিতে দিনে দিনে বিতর্কীত নেতাদের গুরুত্ব কমতে শুরু করেছে। দলের নিস্ক্রীয় ও বিতর্কীত নেতাদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে দল। ইতোমধ্যে আওয়ামী লীগের বিতর্কীত নেতাদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। অচিরেই কেন্দ্রীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা