আজ মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:১২

না’গঞ্জের নেতারা বাকযুদ্ধে লিপ্ত!

ডান্ডিবার্তা | ২৯ মে, ২০২৩ | ৮:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে নারায়ণগঞ্জের রাজনীতির মাঠে। দ্বাদশ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে টানটান উত্তেজনা দেখা দিয়েছে। নির্দ্বিধায় বলা যায় এ পরিবেশ পরিস্থিতি আরও ঘোলাটে হবে বলে ধারনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান সময়ে রাজনীতির পরিবেশ সেই তিক্ততার দিকে এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বিশ্বাস আর অবিশ্বাসের পারদ। আবার কেউ কেউ কৌশলকে পাশ কাটিয়ে প্রতারণাকে রাজনীতিতে টেনে এনেছে। রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা বেশ কয়েক বছর ধরেই এ চিত্র দেখছে জেলার সাধারন মানুষ। ফলে রাজনীতি যে রাজার নীতি সেটি হারিয়ে গেছে। এখন চলছে রাজনীতির নামে বাকযুদ্ধ মিথ্যাচার, আশার বাণী আর হুংকার। নারায়ণগঞ্জের প্রধান দুই রাজনৈতিক দলের নেতারা সেই বাকযুদ্ধে নেমেছেন। আর তাদের কাছে সাধারন জনগণ জিম্মি হয়ে পড়েছে। এদিকে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে কাপাচ্ছে নারায়নগঞ্জ বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনায় ১০ দফা আন্দোলনে নিজেদের অস্তিত্বের জাগান দিয়ে যাচ্ছেন তারা। এদিকে আন্দোলনের নামে কোন ধরনের নাশকতায় পরিকল্পনা করা হলে বিএনপিকে রাস্তায় নামতে দেয়া হবে না- এমন ঘোষণা ক্ষমতাসীনদলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের হুমকিটি এসেছে বিএনপির ডেটলাইন ধরনের আল্টিমেটামের জবাবে। আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে বিএনপিও পাল্টা হুংকার দিচ্ছে। তারা এক দফা দাবি দিয়ে সরকার পতনের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশ করে যাচ্ছে। বিএনপির একটাই কথা, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না। তত্বাবধায়ক সরকারের দাবিতে অনড়। দেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায়- বিএনপি নেতাদের এমন বক্তব্যে শুধু আওয়ামী লীগ নয়, রাজনীতিবিদরাও মনে করেন এ বক্তব্য আইনের শামিল নয়। এসব কথা বলে রাজনীতির পরিবেশ ঘোলাটের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের হুমকি-ধমকিমূলক কথায় নানান প্রশ্নের সঙ্গে উত্তেজনাও তৈরি হয়েছে রাজনীতির মাঠে। বিএনপি-আওয়ামী লীগ নেতাদের বক্তেব্যে সেটি আঁচ করা যাচ্ছে। এমনটা আশা করে না সাধারন জনগণ। বিদ্যুতের নাজুক পরিস্থিতি, অর্থনৈতিক গোলমাল, সামাজিক অস্থিরতাসহ মানুষ ভীষণ যন্ত্রণায়। এ পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। এক্ষেত্রে সরকারকে কোনো পারর্মশ না দিয়ে উল্টো হুমকি-ধমকি, সরকার পতনের আন্দোলন জোরদার করছে বিএনপি। বর্বমান পরিস্থিতি নিয়ে নারায়নগঞ্জের সাধারন মানুষের সাথে কথা বললে তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশের মধ্যে একটা সংকট চলছে। কিন্তু রাজনীতিবিদ যারা আছেন তারা যদি মনে করেন দেশে সংকট চলছে তাহলে চলছে। আর যদি তারা মনে করেন দেশে কোনো সংকট নেই, তাহলে সংকট নেই। আর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যে বাগযুদ্ধ চলছে সেটা নিয়ে কথা বলতে চাই না।’ জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাই বলেন, ‘গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, দায়িত্ববোধ থাকে তারা এসব কথা বলতে পারে না। যারা এসব বলে তাদের উদ্দেশ্য হলো দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানো। বিএনপির সঙ্গে জনগণ আছে কিনা সেটা হলো মূল বিষয়।’তিনি বলেন, ‘জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বিএনপির এ ধরনের বক্তব্য আগেও শুনেছি। ২০১৮ সালের নির্বাচনের সময় তারা বলেছে নির্বাচনের পরে নিজ হাতে চাবি নিয়ে জেলের তালা খুলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। দেশে কি কোনো নিয়ম শৃঙ্খলা, গণতন্ত্র বলতে কিছু নেই? তারা কীভাবে এসব কথা বলে?’ জেলা বিএনপির আহ্ববায়ক সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘বিএনপি জনগণকে নিয়ে মৃত্যু-বাজি রেখে আন্দোলনে নেমেছে। সেখান থেকে বিএনপিকে কেউ রুখতে পারবে না। এ আন্দোলনে, সরকারের পতন পর্যন্ত বিএনপি মাঠের আন্দোলনে থাকবে বলেও তিনি তার বক্তব্যে বলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা