
ডান্ডিবার্তা রিপোর্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে নারায়ণগঞ্জের রাজনীতির মাঠে। দ্বাদশ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে টানটান উত্তেজনা দেখা দিয়েছে। নির্দ্বিধায় বলা যায় এ পরিবেশ পরিস্থিতি আরও ঘোলাটে হবে বলে ধারনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান সময়ে রাজনীতির পরিবেশ সেই তিক্ততার দিকে এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বিশ্বাস আর অবিশ্বাসের পারদ। আবার কেউ কেউ কৌশলকে পাশ কাটিয়ে প্রতারণাকে রাজনীতিতে টেনে এনেছে। রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা বেশ কয়েক বছর ধরেই এ চিত্র দেখছে জেলার সাধারন মানুষ। ফলে রাজনীতি যে রাজার নীতি সেটি হারিয়ে গেছে। এখন চলছে রাজনীতির নামে বাকযুদ্ধ মিথ্যাচার, আশার বাণী আর হুংকার। নারায়ণগঞ্জের প্রধান দুই রাজনৈতিক দলের নেতারা সেই বাকযুদ্ধে নেমেছেন। আর তাদের কাছে সাধারন জনগণ জিম্মি হয়ে পড়েছে। এদিকে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে কাপাচ্ছে নারায়নগঞ্জ বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনায় ১০ দফা আন্দোলনে নিজেদের অস্তিত্বের জাগান দিয়ে যাচ্ছেন তারা। এদিকে আন্দোলনের নামে কোন ধরনের নাশকতায় পরিকল্পনা করা হলে বিএনপিকে রাস্তায় নামতে দেয়া হবে না- এমন ঘোষণা ক্ষমতাসীনদলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের হুমকিটি এসেছে বিএনপির ডেটলাইন ধরনের আল্টিমেটামের জবাবে। আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে বিএনপিও পাল্টা হুংকার দিচ্ছে। তারা এক দফা দাবি দিয়ে সরকার পতনের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশ করে যাচ্ছে। বিএনপির একটাই কথা, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না। তত্বাবধায়ক সরকারের দাবিতে অনড়। দেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায়- বিএনপি নেতাদের এমন বক্তব্যে শুধু আওয়ামী লীগ নয়, রাজনীতিবিদরাও মনে করেন এ বক্তব্য আইনের শামিল নয়। এসব কথা বলে রাজনীতির পরিবেশ ঘোলাটের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের হুমকি-ধমকিমূলক কথায় নানান প্রশ্নের সঙ্গে উত্তেজনাও তৈরি হয়েছে রাজনীতির মাঠে। বিএনপি-আওয়ামী লীগ নেতাদের বক্তেব্যে সেটি আঁচ করা যাচ্ছে। এমনটা আশা করে না সাধারন জনগণ। বিদ্যুতের নাজুক পরিস্থিতি, অর্থনৈতিক গোলমাল, সামাজিক অস্থিরতাসহ মানুষ ভীষণ যন্ত্রণায়। এ পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। এক্ষেত্রে সরকারকে কোনো পারর্মশ না দিয়ে উল্টো হুমকি-ধমকি, সরকার পতনের আন্দোলন জোরদার করছে বিএনপি। বর্বমান পরিস্থিতি নিয়ে নারায়নগঞ্জের সাধারন মানুষের সাথে কথা বললে তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশের মধ্যে একটা সংকট চলছে। কিন্তু রাজনীতিবিদ যারা আছেন তারা যদি মনে করেন দেশে সংকট চলছে তাহলে চলছে। আর যদি তারা মনে করেন দেশে কোনো সংকট নেই, তাহলে সংকট নেই। আর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যে বাগযুদ্ধ চলছে সেটা নিয়ে কথা বলতে চাই না।’ জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাই বলেন, ‘গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, দায়িত্ববোধ থাকে তারা এসব কথা বলতে পারে না। যারা এসব বলে তাদের উদ্দেশ্য হলো দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানো। বিএনপির সঙ্গে জনগণ আছে কিনা সেটা হলো মূল বিষয়।’তিনি বলেন, ‘জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বিএনপির এ ধরনের বক্তব্য আগেও শুনেছি। ২০১৮ সালের নির্বাচনের সময় তারা বলেছে নির্বাচনের পরে নিজ হাতে চাবি নিয়ে জেলের তালা খুলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। দেশে কি কোনো নিয়ম শৃঙ্খলা, গণতন্ত্র বলতে কিছু নেই? তারা কীভাবে এসব কথা বলে?’ জেলা বিএনপির আহ্ববায়ক সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘বিএনপি জনগণকে নিয়ে মৃত্যু-বাজি রেখে আন্দোলনে নেমেছে। সেখান থেকে বিএনপিকে কেউ রুখতে পারবে না। এ আন্দোলনে, সরকারের পতন পর্যন্ত বিএনপি মাঠের আন্দোলনে থাকবে বলেও তিনি তার বক্তব্যে বলেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯