আজ মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:৪৬

নয়া কৌশলে না’গঞ্জ বিএনপি!

ডান্ডিবার্তা | ৩০ মে, ২০২৩ | ১০:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ বিএনপি রাজনৈতিক কৌশল বর্তমান প্রজন্মের জাতীয়তাবাদী চিন্তাকে প্রাধান্য দিয়ে আগামী দিনে দল পরিচালনা ও রাষ্ট্রক্ষমতায় আসতে চায় বিএনপি। চার দলীয় জোট গঠনের পর এক বছরের মাথায় ২০০১ সালে ক্ষমতায় আসে বিএনপি। সরকার গঠনে যুক্ত করে জামায়াতকেও। বিএনপির অনেক শীর্ষ নেতার উপলব্ধি জামায়াতকে আন্দোলনের পাশাপাশি সরকারে যুক্ত করা ছিল রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। আন্দোলনের ঐক্য নির্বাচনের পর হয়ে গেলো সরকারের ঐক্য। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি প্রক্রিয়ার অংশ হিসেবে ২০ বছরের রাজনৈতিক জোটসঙ্গী জামায়াতকে বাদ রেখে জাতীয় ঐক্যফ্রন্টকে শক্তিশালী করবে দলটি! বর্তমানে জেলা কমিটি নিয়ে বেশ আলোচলা সমালোচনা আছে কারণ হিসেবে জানা যায়, দলের ত্যাগী নেতারা নিজেদের দলের নেতাদের কাছ থেকে গুরূত্ব হারিয়ে ফেলেছে, নারায়ণগঞ্জ বিএনপি ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ সময়ে এসে ভবিষ্যত রাজনৈতিক কৌশল নির্ধারণের কার্যক্রম শুরু করেছে বিএনপি। বিএনপির জোট রাজনৈতিক বাস্তবতায় একইসঙ্গে কয়েকটি সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। এই সমস্যাগুলোকে দ্রুত কাটিয়ে উঠাই এখন রাজনীতির শীর্ষ নেতাদের কাজ, এ কারণে একদিকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক কৌশলও রপ্ত করতে চায় বিএনপি। করোনা শুরুর আগে জেলা বিএনপি ভেঙ্গে দেয়ার কারণে নতুন করে জেলা বিএনপির কমিটি গঠনেও অনেক নেতা আলোচনা আছে। বিএনপির বিভিন্ন পদে আসতে বিভিন্ন নেতারা কেন্দ্রীয় এবং স্থানীয় শীর্ষ নেতাদের কাছে নানা ভাবে লবিং করছেন। আর এসব নেতাদের মধ্যে বেশীর ভাগ নেতাই হচ্ছে বয়সে তরুন এবং আগামীতে নারায়ণগঞ্জ বিএনপির যে কমিটি আসবে এই কমিটিতে প্রবীন নেতাদের সাথে রেখে নেতাদেরই অগ্রাধীকার দেয়া হবে জানা যায়। তবে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতে, যারা দলের হয়ে বিগত দিনে শ্রম দিয়েছে এসব নেতাদের নতুন করে নেতৃত্বে নিয়ে আসলে নারায়ণগঞ্জ বিএনপি সাংগঠনিক ভাবে আরো বেশী শক্তিশালী হবে এবং সামনের সময়ে নতুন ভাবে কৌশল অবল্বন করতে পারবে। আর এর ব্যত্যয় ঘটলে বিএনপির জন্য বড় দু:সময় অপেক্ষা করছে বলেও মনে করছেন বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক প্রবীন নেতা নাম প্রকাশে অনিচ্ছা শর্তে বলেন, বিএনপি সত্যিকার মুক্তিযোদ্ধাদের দল। জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট করার মধ্য দিয়ে এই জায়গাটি নষ্ট করা হয়েছে। ১৯৯৯ সালে চার দলীয় জোট গঠন হওয়ার মধ্য দিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির সখ্যতা তৈরি হয়। তবে বিশ বছর আগের তুলনায় এখন বিএনপি খুব সংকটের মধ্যে দিন কাটছে। নারায়ণগঞ্জ বিএনপি একটি পরিপূর্ণ্য সংগঠন গুছাতে অনেক সময় নিচ্ছে আমি বলতে পারবো না তার আসল কারণ কি! এতে করে সাংগঠিনক নেতাদের মধ্যে গোলযোগ থাকতে পারে, থাকতে পারে দলের দূর সময়ে, দূর দিনে দলকে নেতৃত্ব দেওয়া ও ত্যাগী নেতাদের সামনের সারিতে স্থান না দেয়া। কারণ হিসেবে বলবো দলের ত্যাগী নেতাদের একটি জাতীয় দৈনিকের ভূমিকাও ছিল অনেক। একটি দলকে সামনে এগিয়ে নিতে দলের প্রদান হাতিয়ার হচ্ছে ত্যাগী নেতা। কারণ দলের সুসময় যে কেউ নেতৃত্বে আসতে পারে কিন্তু একটি নেতা কতটা কতটুকু নেতৃত্ব দিতে পারে তা বোঝা যায় দল বিরোদী দলে থাকলে। তাই আমি এ টুকু বলতে চাই নারায়ণগঞ্জ বিএনপিকে শক্তিশালী করতে হলে বর্তমানে নবীন-প্রবীনদের সাথে দলের ত্যাগী নেতাদের নিয়ে কৌশলে এগোতে হবে। যাতে করে দল হবে সংগঠন পূর্ণ্য একটি দল। নেতাকর্মীদের মধ্যে থাকবে একতাবদ্ধ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা