
ডান্ডিবার্তা রিপোর্ট বিসিবি পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেছেন, আমি চারবার নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছি। সবসময় চেষ্টা করেছি সকল সদস্যদের মতামত নিয়ে ক্লাবটাকে আরও উচু অবস্থানে নিয়ে যেতে। আপনারা জানেন বর্তমানে ক্লাবের একটি ভবন নির্মান হচ্ছে। যেটি নারায়ণগঞ্জের মধ্যে একটি আইকনিক বিল্ডং হবে। প্রায় দেড়শত কোটি টাকা খরচ হবে ওই ভবনটি নির্মানে। যারা ক্লাবের সাথে যুক্ত, তারা সারাদিন পরিশ্রমের পর যে ক্লান্তি থাকে; সেটা দুর করতে ক্লাবে আসে। যখন কেউ ক্লাবে ঢুকে তখন সবাই কিন্তু একটা পরিবার। মুলত মেম্বাররাই ক্লাবের প্রান। গতকাল রোববার বিকেলে বন্দর উপজেলার বাঘমারা এলাকায় ‘বন্দর ক্লাব লিঃ’ এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তানভীর আহমেদ টিটু বলেন, ক্লাবের অন্যান্যদের পরিবারের সদস্যর মতো করে তুলতে পারলে, সেই ক্লাবের সমৃদ্ধি কেউ আটকে রাখতে পারে না। আমি যখন ২০১৭ সালে নারায়ণগঞ্জ ক্লাবের দায়িত্ব নেই তখন ক্লাবের অর্থ ছিলো ছয় কোটি টাকা। যখন আমি ক্লাব থেকে বের হই তখন আমি ক্লাবে ৪১ কোটি টাকা রেখে আসি। অনেকে মনে করতো নারায়ণগঞ্জ ক্লাবে যারা যায় তারা বারে যায়। আপনারা বিশ্বাস করবেন না নারায়ণগঞ্জ ক্লাবের যে মসজিদ আছে সেখানে সদস্যদের জায়গা দেয়া মুশকিল হয়ে গেছে। তাই মসজিদের জন্য আলাদা একটা স্পেস করছি। তিনি আরও বলেন, ক্লাব আমাদের দেশে বিভিন্ন রকম আছে। ক্লাবটিকে আপনারা কিভাবে রাখবেন সেটা ডিপেন্ড করে আপনাদের উপরে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন আমি ক্লাবের গেট দিয়ে ঢুকবো; তখন ক্লাবের অন্যান্য সদ্যোদের মতোই থাকবো। এখন যার অবস্থান যেমনই হোক না কেন। এই গুনটি সবার মধ্যে থাকলে আপনাদের ক্লাবকে প্রতিষ্ঠিত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এছাড়া আমি খেলার সাথে জড়িত। নারায়ণগঞ্জ স্টেডিয়ামে নিজস্ব উদ্যোগে সরকারের অনুদান ছাড়া রাবার ব্যাটমিন্টনের ৩টি কোট ও জিম করা হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও ঢাকা মোহামেডান ক্লাবের সাবেক সম্পাদক মোস্তাকুর রহমান ও এনএএন টিভির ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয়, ডা. রকিবুল ইসলাম শ্যামল। ক্লাব সভাপতি জিয়াউল হাসান জিসুর সভাপতিত্বে ও সহসভাপতি সাইফুল্লা মাহমুদ টিটুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি হাজী আফতাব উদ্দিন, আশরাফ আলী, কবির হোসেন, সামসুর রহমান জসিম, শফিউদ্দিন, ইসমাইল হোসেন মুকুল, পীর মোহাম্মদ জাকির হোসেন, হোসেন, জিয়া উদ্দিন, সানজিদা জাহান সুমি, দ্বিন ইসলাম দিপু, সাংবাদিক নাসির উদ্দিনসহ ক্লাব সদস্যরা।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯