আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৪

রাজপথ দখলে রাখবে আ’লীগ

ডান্ডিবার্তা | ১৩ আগস্ট, ২০২৩ | ১১:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামীলীগের হাইকমান্ড থেকে নতুন বার্তা আসছে বলে দলের একাধিক সূত্রে জানা গেছে। দেশব্যাপী দলীয় কোন্দলের সাথে জড়িতদের শেষ বারের মত সতর্ক, বর্তমান সরকারের বিগত দেড় দশকে উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মধ্যে প্রচারসহ দলীয় শৃঙ্খলা বজায় রেখে রাজনীতির মাঠ দখলে রাখার জন্য প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে কোন্দল নিরসন না হলে কোন্দলের সাথে জড়িত সহ ক্ষমতাসীন দলের ইমেজ নষ্টের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। একই বার্তা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও আসতে পরে। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইস্যুতে দলীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলে আওয়ামীলীগের একাধিক সূত্রে জানা গেছে। ইস্যুগুলোর মধ্যে রয়েছে- বিরোধী দলগুলোর রাজপথের আন্দোলন মোকাবিলা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন। এর বাইরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মূল্যায়ন, বিভিন্ন নির্বাচনী এলাকায় দলীয় নেতাদের মধ্যে বিরাজমান বিরোধ মেটানোর কৌশল, সরকারের উন্নয়ন কাজের প্রচারণা, আওয়ামী লীগকে নিয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে প্রচার চালানোসহ আরও বেশ কয়েকটি ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হবে। তবে নেতাকর্মীদের মূল আগ্রহের বিষয় দুই ইস্যু নিয়ে। দলীয় সভাপতি এসব নিয়ে কি নির্দেশনা দেন বা আগামী কয়েক মাসে দল কোন উপায়ে বিরোধী দলের আন্দোলন মোকাবিলা ও একই সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিতে পারে তা নিয়ে আগ্রহ বেশি। অননুমোদিত অনলাইন ইউটিউব ও আইপি টিভিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের ও পাল্টা অপ্রচারের বিরুদ্ধে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এবারের নির্বাচনে দলীয় নেতাকর্মী ছাড়াও মুক্তিযুদ্ধে স্বপক্ষের গণমাধ্যম কর্মীদের বিভিন্ন দায়িত্ব দেয়ার সম্ভবনা রয়েছে। এনিয়ে ইতিমধ্যে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিদের দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে। জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার নির্দেশনাসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ বার্তা দেয়া হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের যেসব নেতারা দলীয় কোন্দল ও দ্বন্দ্বের বিষয় দলীয় প্রধানকে অবহিত করেছেন তার বিষয়ে বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেয়া হয়। এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সামনে জাতীয় নির্বাচন। আগামী নির্বাচনের জন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিভিন্ন বার্তা দিলেন দলীয় সভানেত্রী। এ ছাড়া অপপ্রচারকারীদের জবাব দিতেও নেতাকর্মীদের করণীয় বিষয়ে জানান তিনি। সকল অপপ্রচারকারীকে দাঁত ভাঙা জবাব দিতে এবং সারা দেশের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রেসিডিয়াম সদস্য, সাধারণ সম্পাদক, সম্পাদকম-লীর সদস্য, দলের কোষাধ্যক্ষ এবং ২৮ জন সদস্যসহ মোট ৮১ সদস্যবিশিষ্ট আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। একাধিক দলীয় নেতা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা আস্তে আস্তে বাড়ছে। বিএনপি একদফা আন্দোলনের ঘোষণা দিয়েছে। একদফা দাবিতে তারা আগস্ট জুড়েই কিছু কিছু কর্মসূচি পালন করছে। সেপ্টেম্বরে তারা সরকারকে বড় ধরনের ধাক্কা দিতে চায়। বিষয়টি মাথায় রেখে আওয়ামী লীগ রাজপথে তাদের করণীয় ঠিক করে রেখেছে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সরকার পতনের আন্দোলন মোকাবিলা করতে হবে। ইতিমধ্যে নারায়ণগঞ্জসহ দেশের প্রত্যন্ত এলাকায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ভাবে মাঠ দখলে রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে একাধিক সূত্র জানায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা