আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫১

না’গঞ্জ নিয়ে কেন্দ্র চিন্তিত!

ডান্ডিবার্তা | ০৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে এখন উত্তেজনা চলছে। দেশের প্রধান দুই দলই এখন রাজপথ গরম করে যাচ্ছে। একই দিনে একই সময়ে পৃথক স্থানে আওয়ামী লীগ বিএনপি সভা সমাবেশ করে যাচ্ছে। কিন্তু বিএনপির আন্দোলনে তেমন কোন ফল হচ্ছে না। এমনকি তারা সরকারকে আন্দোলনের মাধ্যমে তেমন ভাবে চাপে ফেলতে পারছে না। জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ততই বাড়ছে। নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা, স্থানীয় রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠা, নিজস্ব বলয় তৈরিসহ নানা কারণে বিরোধে জড়িয়ে পড়ছেন নেতারা। কেন্দ্রীয় নেতাদের তৃণমূলে সফর বৃদ্ধি, ঢাকায় ডেকে মীমাংসা করা সহ নানা উদ্যোগ থাকলেও এগুলো বন্ধ হচ্ছে না। দলের অব্যাহত অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল নিয়ে চিন্তিত ক্ষমতাসীন দলের হাই কমান্ড। এদিকে এমতাবস্থায় নির্বাচনের আগে অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় করতে চায় আওয়ামী লীগ। এছাড়া ইতোমধ্যে ক্ষমতাসীন দলের দলীয় সভানেত্রী দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে কঠোর। দলের সংসদ-সদস্য ও মনোনয়ন প্রত্যাশীরা একে অপরের বিরুদ্ধে কুৎসা রটালে মনোনয়ন বঞ্চিত করাসহ দলীয় পদও হারাতে হতে পারে বলে হুঁশিয়ার করেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ে ত্যাগীদের সামনে আনার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হচ্ছে। দলীয় সূত্রমতে, দলের অভ্যন্তরীণ কোন্দল তীব্র আকার ধারণ করেছে আওয়ামী লীগের ১১ জেলায়। আর এক বছর আগে থেকে এই ১১ জেলাকে আওয়ামী লীগের নেতারা রেড জোন হিসেবে চিহ্নিত করেছেন। এক বছরের মধ্যে এই জেলাগুলোতে দলের অভ্যন্তরীণ কোন্দল মেটানোর তাগিদ দেয়া হয়েছে হাইকমান্ড থেকে অভ্যন্তরীণ কোন্দল যদি মীমাংসা না করা হয় তাহলে আগামী নির্বাচনে এই ১১ জেলায় আওয়ামী লীগের বড় রকমের সমস্যা হতে পারে। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই অভ্যন্তরীণ কোন্দলের কারণে আওয়ামী লীগের অনেক ক্ষতি হয়েছে বলে আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করছেন। এগারো রেডজোন জেলার মাঝে নারায়ণগঞ্জ জেলা ৬ নম্বরে রয়েছে। সেখানে উল্লেখ্য রয়েছে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ নতুন করে বলার কিছু নেই। এখানে আইভী বনাম শামীম ওসমানের বিরোধ আগে থেকেই চলে আসছে। নির্বাচনের আগে বিরোধ যদি মীমাংসা না হয় তাহলে আগামী নির্বাচনে তার প্রভাব পড়তে পারে বলে অনেকে মনে করছেন। তবে দলীয় নেতা কর্মীদের মাঝে আলোচনা হচ্ছে রেডজোনে থেকেও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঐক্যের জায়গায় আরও অনৈক্য তৈরী হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জের ক্ষমতাসীন দলের রাজনীতিতে আইভী বনাম শামীম ওসমান বলয় নিয়ে অনৈক্য রয়েছে। তেমনি জেলা আওয়ামী লীগের কমিটি হওয়ার পর থেকে সভাপতি সেক্রেটারি দুজন দু দিকে চলে। তাদেরকে এক সাথে দলীয় কর্মসূচিতেও দেখা যায় না। এমনকি গত ৬ আগস্ট গণভবনে সকলকে ডেকে নিয়ে দলের মাঝে দলীয় কোন্দল নিরসনের নির্দেশনা দেয়া হলেও তা মানা হচ্ছে না। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ডানে গেলে সাধারণ সম্পাদক আবু হাসানাত মো. শহিদ বাদল জান বামে। এমনকি একই স্থানে ২ ফুট আগে পরে তাদের দুজনের নেতৃত্বে শান্তি সমাবেশ হয়। সেখানেও তাদের কোন্দল প্রকাশ পায়। তবে নির্বাচন ঘনিয়ে আসলেও তাদের মাঝে ঐক্যের কোন রূপ রেখা দেখা যাচ্ছে না। দলীয় কোন্দল নিয়েই তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। গত সিটি নির্বাচনের পর এই বছরের ৮ জানুয়ারি এক সভায় গিয়ে নাসিক মেয়র আইভি বলেন, ভবিষ্যতে হয়ত এ রকম হতেও পারে- নারায়ণগঞ্জের রাজধানী কুমিল্লা হয়ে যায় কিনা। নারায়ণগঞ্জের নামটা পরিবর্তন করে ওসমান নগরী হলে ভালো হতো। অপর দিকে ২০২২ সনের নাসিকর নির্বাচনের আগে আইভী যেন নৌকার মনোনয়ন না পায় তার জন্য তাকে নিয়ে ব্যপক ভাবে কুৎসা রটানো হয়। কিন্তু সম্প্রতি সাংসদ শামীম ওসমান দলের মাঝে ঐক্য তেরীর আহ্বান জানাচ্ছেন। এমনকি সকল নেতাকর্মীদের আগামী নির্বাচন পর্যন্ত সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন। কিন্তু কে শুনে কার কথা। তারা তাকিয়ে রয়েছে আগামী নির্বাচন নিয়ে কী হতে যাচ্ছে। কিভাবে নির্বাচন হবে সেদিকে তাকিয়ে রয়েছে। যদিও আগামী মাস থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারে তাদের গ্রীন সিগনাল দিয়ে মাঠে নামার নির্দেশনা দিবেন। তবে দলের মাঝে ঐক্য তৈরী করতে না পারলেও আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী হওয়া চ্যালেঞ্জ হবে। বিভিন্ন সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলে আসছেন তারা ঐক্যবদ্ধ রয়েছেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে প্রতিহত করবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, তারা ঐক্যবদ্ধ রয়েছেন। ঐক্যবদ্ধ ভাবে বিএনপির যে কোন অরাজাকতাকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা