আজ সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ২৯ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ২:১৪

মহসিন ক্লাব চ্যাম্পিয়ন

ডান্ডিবার্তা | ০১ অক্টোবর, ২০২৩ | ১০:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শেষ হলো মরহুম আজিম উদ্দিন ভূঁইয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩ (সিজন-৩) ডে- নাইট। গত বৃহস্পতিবার বিকেলে খানপুর চিলড্রেন পার্কে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন ইপিলিয়ন গ্রুপের পরিচালক ইমাদ উদ্দিন আল রাজি। দুইদিন ব্যাপী টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে গত শুক্রবার ফাইনালের মুখোমুখি হয় মহসিন ক্লাব বনাম আমাদের নারায়ণগঞ্জ ২৪/৭। রাত ৯টায় শুরু হয় ৩০ মিনিটের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় আমাদের নারায়ণগঞ্জ ২৪/৭ কে ৫-০ গোলে পরাজিত করে মহসিন ক্লাব। সমাপনী আয়োজনে বিজয়ী দল মহসিন ক্লাবকে চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জ ২৪/৭ দলকে রানার্স আপ ট্রফি তুলে দেন মহসিন ক্লাবের উপদেষ্টা ইমাদ উদ্দিন আল রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহসিন ক্লাবের সহ-সভাপতি শামসুজ্জামান ভাষানী। সমাপনী আয়োজনে ইপিলিয়ন পরিচালক ইমাদ উদ্দিন আল রাজী বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের মধ্যে সৌহার্দ সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করবে। পরস্পরের মধ্যে সুসম্পর্ক রক্ষায় ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন এলাকায় এ ধরনের টুর্নামেন্টের আয়োজন থাকা জরুরি। এতে এলাকার শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের বিকাশ হবে। এমন কোনো টুর্নামেন্টের আয়োজন হলে আমরা সানন্দে অংশগ্রহণ করবো।’ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। প্রতি দলে খেলোয়াড় সংখ্যা ছিল ১০ জন। টুর্নামেন্ট পরিচালনা করেন আবির, রাসেল, সাকিল, শান্ত, সৌরভ। শ্রেষ্ঠ উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন প্রান্ত। শ্রেষ্ঠ গোল কিপার জনি। শ্রেষ্ঠ উদীয়মান প্লেয়ার সৌরভকে নির্বাচিত করা হয়। ফাইনাল খেলার রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. রজ্জব আলী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা