
ডান্ডিবার্তা রিপোর্ট শেষ হলো মরহুম আজিম উদ্দিন ভূঁইয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩ (সিজন-৩) ডে- নাইট। গত বৃহস্পতিবার বিকেলে খানপুর চিলড্রেন পার্কে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন ইপিলিয়ন গ্রুপের পরিচালক ইমাদ উদ্দিন আল রাজি। দুইদিন ব্যাপী টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে গত শুক্রবার ফাইনালের মুখোমুখি হয় মহসিন ক্লাব বনাম আমাদের নারায়ণগঞ্জ ২৪/৭। রাত ৯টায় শুরু হয় ৩০ মিনিটের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় আমাদের নারায়ণগঞ্জ ২৪/৭ কে ৫-০ গোলে পরাজিত করে মহসিন ক্লাব। সমাপনী আয়োজনে বিজয়ী দল মহসিন ক্লাবকে চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জ ২৪/৭ দলকে রানার্স আপ ট্রফি তুলে দেন মহসিন ক্লাবের উপদেষ্টা ইমাদ উদ্দিন আল রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহসিন ক্লাবের সহ-সভাপতি শামসুজ্জামান ভাষানী। সমাপনী আয়োজনে ইপিলিয়ন পরিচালক ইমাদ উদ্দিন আল রাজী বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের মধ্যে সৌহার্দ সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করবে। পরস্পরের মধ্যে সুসম্পর্ক রক্ষায় ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন এলাকায় এ ধরনের টুর্নামেন্টের আয়োজন থাকা জরুরি। এতে এলাকার শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের বিকাশ হবে। এমন কোনো টুর্নামেন্টের আয়োজন হলে আমরা সানন্দে অংশগ্রহণ করবো।’ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। প্রতি দলে খেলোয়াড় সংখ্যা ছিল ১০ জন। টুর্নামেন্ট পরিচালনা করেন আবির, রাসেল, সাকিল, শান্ত, সৌরভ। শ্রেষ্ঠ উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন প্রান্ত। শ্রেষ্ঠ গোল কিপার জনি। শ্রেষ্ঠ উদীয়মান প্লেয়ার সৌরভকে নির্বাচিত করা হয়। ফাইনাল খেলার রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. রজ্জব আলী।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯