আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:০৯

অবশেষে ৯ বছরের দূরত্বে ইতি টানলেন সালমানের গ্যালাক্সিতে অরিজিৎ

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ

অবশেষে সালমান খান ও অরিজিৎ সিংয়ের মধ্যে দীর্ঘ বছরের বিবাদের অবসান ঘটতে চলল। বিরোধ ভুলে সালমান খানের বাড়িতে হাজির হলেন জনপ্রিয় এই গায়ক। বুধবার (৪ অক্টোবর) রাতে সালমানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান অরিজিৎ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সালমান খানের একটি ফ্যান পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা হয়, ‘সালমানের গ্যালাক্সিতে অরিজিৎ, কী ঘটতে চলেছে কে জানে?’

ভিডিও প্রকাশ্যে আসতে কেউ কেউ লিখেছেন, ‘এমনটা তো আশাই করিনি।’ আরেকজন লিখেছেন, ‘সালমান খানের বাড়িতে অরিজিৎ সিং। কী ঘটতে যাচ্ছে?’ অন্যজন লিখেছেন, ‘সালমান খানের পরবর্তী সিনেমার গানের অংশ হতে যাচ্ছেন অরিজিৎ। এজন্য তাদের এই বৈঠক।’ যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি সালমান কিংবা অরিজিৎ।

২০১৪ সালে এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সালমানের সঙ্গে অরিজিতের ঝামেলার সূত্রপাত। অনুষ্ঠানটি সালমানের সঙ্গে সঞ্চালনা করছিলেন রীতেশ দেশমুখ। অরিজিতের ক্যারিয়ার তখন গোড়ার দিকে। একটি গানের সম্পাদনার কাজ নিয়ে কলকাতায় ব্যস্ত ছিলেন তিনি। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর মুম্বাই উড়ে যান অরিজিৎ। হোটেলে না গিয়েই সোজা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান।

পুরস্কার নিতে অরিজিৎ যখন মঞ্চে যান, তখন তার পায়ে ছিল চপ্পল, পরনে ছিল ক্যাজুয়াল শার্ট। ঘুম চোখে মঞ্চে উঠার পর সালমান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, ‘ঘুমিয়ে গিয়েছিলে?’ জবাবে অরিজিত মজা করে বলে বসেন, ‘কী করব, আপনারা ঘুম পাড়িয়ে দিলেন।’ অরিজিতের এ জবাব সহজভাবে নেননি সালমান। বরং তার মনে হয়েছিল অরিজিৎ তার সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন। আর তাতেই অসম্মানিত বোধ করেছিলেন ‘দাবাং’ খান।

এমনকী সেদিন ক্যামেরার সামনেও সেই অভিব্যক্তি লুকিয়ে রাখেননি ভাইজান। সালমান পাল্টা বলেছিলেন, ‘এ রকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে।’ এ ঘটনার পর থেকে সালমান-অরিজিতের মাঝে তৈরি হয় দূরত্ব। যদিও বিষয়টি নিয়ে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা