
দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন তিনি।পর্দায় মোশাররফ করিম মানেই দর্শকদের কাছে এক মুগ্ধতার নাম।তবে শেষের দিকে কিছুটা নেতিবাচক কথাও চলছিল তাকে নিয়ে। অনেকেই তার কাজে একঘেয়েমি খোঁজার চেষ্টা করছিলেন। একই ধাঁচের নাটকে দেখা যাচ্ছিল তাকে। তবে সেই সমালোচনার জবাব কাজ দিয়েই দিয়েছেন এই অভিনেতা। ওপার বাংলার একাধিক ওয়েব সিরিজ দিয়ে। প্রতিটি কাজেই নিজেকে ভেঙেছেন। মুগ্ধ করেছেন, প্রশংসা কুড়িয়েছেন দুই বাংলার দর্শকদের। শুধু তাই নয়, নতুন বছরের শুরুতেও তিনি ওপার বাংলার সিনেমা দিয়ে বাজিমাত করতে আসছেন!
মোশাররফের নতুন গল্পের শুরুটা হয় নির্মাতা আশফাক নিপুণের ‘মহানগর’ সিরিজ দিয়ে। হইচয়ে মুক্তি পাওয়া সিরিজটি দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। এরপর তার চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। সেই ধারাবাহিকতায় চলতি বছরও ভক্তদের মুগ্ধ করেন ওপার বাংলার কাজ দিয়েই। আশফাক নিপুণের ‘মহানগন টু’ মুক্তির পর নতুন করে তাকে চেনেন দর্শকরা। দুই বাংলায় হৈচৈ ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ। এরপর তৃতীয় পর্ব নিয়ে আগ্রহ প্রকাশ করেন সবাই।
অন্যদিকে ওই সিরিজের দারুণ সাফল্যের পর মোশাররফ করিমকে নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’। গোলাম সোহরাব দোদুলের নির্মাণে ‘মোবারকনামা’ শিরোনামের এই ওয়েব সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে মহানগরের ওসি হারুণ ভিন্নরূপে হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে। এরইমধ্যে উকিল মোশাররফের অভিনয়ে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন অনেকে।
নিজেকে ভাঙার গল্প নিয়ে মোশাররফ করিম বলেন, ‘একজন অভিনেতা কখনোই নিজেকে একই বৃত্তে আবদ্ধ রাখতে চায় না। সবসময় নিজেকে ভিন্ন ভিন্নরূপে মেলে ধারার অপেক্ষায় থাকে। কিন্তু চাইলে তো মনের মতো চরিত্র-গল্প পাওয়া যায় না। সেই জায়গা থেকে আমি ভাগ্যবান যে, নিয়মিতই এমন কাজের সুযোগ পাচ্ছি। তাছাড়া দর্শক ওয়েব সিরিজে নতুন গল্প দেখতে চায়। তাদের প্রত্যাশার কথা মাথায় রেখেই কাজটি করেছি। আমার চরিত্রটিও অসাধারণ। খুবই আন্ডারডগ ক্যারেক্টার। যিনি হেরে গিয়ে আবারও ঘুরে দাঁড়ায়। নিজের প্রতি বিশ্বাস ছিল উকিল মোশাররফ কাউকে হতাশ করবে না। যার প্রমাণ দর্শকদের প্রতিক্রিয়ায় পাচ্ছি।’
এদিকে এই সিরিজ নিয়ে আলোচনার মাঝেই বছরের শেষ সিনেমা নিয়ে সামনে আসছেন মোশাররফ। আগামী জানুয়ারি ভারতে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘হুব্বা’। শুধু তাই নয়, একই দিন নিজ দেশেও আমদানি হয়ে আসছেন তিনি। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এরইমধ্যে সিনেমাটিতে তার লুক এবং ট্রেলার দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে।
সম্প্রতি প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ। অপরাধজগতের অলিগলি, অন্দর আর সেই পথের পরতে পরতে অ্যাকশন। ট্রেলারে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেরূপে এর আগে তাকে দেখেনি দর্শকরা।
মোশাররফ করিম বলেন, ‘এ কাজটি আমার জন্য স্পেশাল। হুব্বা একটি পরিচিত চরিত্র। চরিত্রটি নিজের মধ্যে ধারণ করার তাই আলাদা একটি চ্যালেঞ্জ ছিল। আশা করি দর্শক ছবিটি উপভোগ করবেন।’ ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের মতোই নতুন বছর মোশাররফময় হবে। সেই আভাস ‘হুব্বা’ মুক্তির আগেই আঁচ করা যাচ্ছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯