আজ বুধবার | ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ৮ জিলকদ ১৪৪৬ | রাত ২:৩৯

যে নাটক ইউটিউবে দর্শক বেশি দেখলেন

ডান্ডিবার্তা | ২৪ এপ্রিল, ২০২৪ | ১:০২ অপরাহ্ণ

চলতি বছরে ঈদের এক সপ্তাহ পরে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত নাটক। গতকাল শনিবার বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকের মধ্যে শীর্ষে ছিল অমির ‘শেষমেষ’ নাটকটি। ১৩ এপ্রিল ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তির পর থেকেই ট্র্যাজেডি এ নাটক দর্শক পছন্দ করে আসছে। ট্রেন্ডিংয়ের শীর্ষ পাঁচ নাটকের মধ্যে অন্য চারটি নাটক কমেডি ও রোমান্টিক ঘরানার।মাকে নিয়ে সন্তানের যে আবেগের বিষয়টিই উঠে এসেছে দর্শকদের মন্তব্যে। ‘মা নেই ৮ বছর। নাটকটি দেখার সময় আবেগ ধরে রাখতে পারি নাই। চোখ টলমল করছিল। সকল ছেলে–মেয়ে তার বাবা–মা এর সেবা করুক। ধন্যবাদ এই নাটকের সঙ্গে জুড়ে থাকা সব মানুষদের।’ দর্শকরা নাটকটি দেখার পর এমন অনেক মন্তব্য করেছেন।

‘শেষমেষ’ নাটকটিতে অভিনয় করেছেন অমির নাটকের নিয়মিত মুখ জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। এ ছাড়া আছেন মনিরা মিঠু, চাষি আলম, শিমুল শর্মা, পাভেল, সুমন পাটোয়ারী, ইশরাত জাহিন প্রমুখ। তবে বেশির ভাগই মনিরা মিঠু ও পলাশের অভিনয়ের তারিফ করেছেন।

গত কয়েক বছরে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে বেশির ভাগই ছিল কমেডি ঘরানার নাটক। এবার সেখানে ব্যতিক্রম। গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায়, বিষয়টি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন নির্মাতা।

অমি বলেন, একটু ভিন্ন ধরনের গল্প হওয়ায় প্রতিক্রিয়া কেমন হয়, তা নিয়ে তিনিও নিশ্চিত ছিলেন না। কিন্তু এত দর্শকের ভালোবাসায় তিনি আপ্লুত। গতকাল বিকেল পর্যন্ত নাটকটির ভিউ ৯৩ লাখ ২৪ হাজারের বেশি।

এদিকে ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা পাঁচ নাটকের মধ্যে নিলয় অভিনীত ‘শ্বশুরবাড়িতে ঈদ’ দ্বিতীয় স্থানে রয়েছে। নাটকের তার সঙ্গে জুটি হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি।

নিলয়-হিমির হিট নাটকের তালিকায় যুক্ত হলো মহিন খান পরিচালিত নাটকটিও। নাটকটিতে থাকা সামাজিক বার্তা পছন্দ করেছেন অনেক দর্শক। এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পাওয়া এ নাটকের ভিউ ১ কোটি ৮৩ লাখ ৮৭ হাজারের বেশি।

নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ের তিন নাম্বারে আছে রোমান্টিক নাটক ‘তুই আমারই’। এটি দেখা যাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে। তৌফিকুল ইসলাম পরিচালিত এ নাটকে জুটি হয়েছেন দুই অভিনয়শিল্পী মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। তাদের জুটির রসায়নের প্রশংসা করেছেন দর্শকেরা।

মন্তব্যের ঘরে কয়েকজন দর্শক লিখেছেন, তারা এই জুটির আরও কাজ দেখতে চান। অনেকে আবার রোমান্টিক নাটকটি দেখে নিজের জীবনের গল্প মনে পড়ে গেছে। এ নাটকটির ভিউ ৭৩ লাখ ৫৭ হাজাররে বেশি।

অন্যদিকে চার নাম্বারে রয়েছে নিলয়-হিমি জুটির আরেকটি নাটক ‘আদরে থেকো’। মোহন আহমেদ পরিচালিত এ নাটকটির গল্পের সঙ্গে এই সময়ে ঘটে যাওয়া অনেক ঘটনার মিল পেয়েছেন দর্শকেরা। ইউটিউবে মন্তব্যের ঘরে সেসব লিখেছেন তারা।

ভারত থেকেও অনেক দর্শক নাটক দেখে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটির ভিউ ৩৯ লাখ ৬২ হাজারের বেশি।

ট্রেন্ডিংয়ের পাঁচে রয়েছে এই ঈদের আরেকটি আলোচিত নাটক ‘তখন যখন’। আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের এ নাটকটিতে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তিন শিল্পী জোভান, সাদিয়া আয়মান ও নাজনীন নিহা।

রোমান্টিক ধাঁচের নাটকটি বেশির ভাগ দর্শক পছন্দ করেছেন দারুণ চিত্রনাট্য, বুদ্ধিদীপ্ত নির্মাণ আর বিশ্বাসযোগ্য অভিনয়ের কারণে। সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটির ভিউ ৭৪ লাখ ৬১ হাজারের বেশি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা