আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ৮:১৪

নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ১৫ জুলাই, ২০২৪ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ব্যানারে একদল শিক্ষার্থী। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি নিয়ে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। শিক্ষার্থীদের ব্যানারে উল্লিখিত দাবি ছিল, সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এ সময় মিছিল ও সমাবেশে অংশ নেন সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম, সৌরভ সেন, নারায়ণগঞ্জ আইন কলেজের ফারহানা মানিক মুনা, রায়হান শরীফ, নাজিমুদ্দিন ভূঁইয়া কলেজের মহিবুল্লা, ইউল্যাবের ইফাত ইমতিয়াজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন, সরকারী তোলারাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম, আইন কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা, সোনারগা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী নাছিমা আক্তার, ইউল্যাবের শিক্ষার্থী ইফাজ ইমতিয়াজ অয়ন্ত, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী রায়হান শরীফ, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার, সরকারী তোলারাম কলেজের শিক্ষার্থী সৌরভ সেন, আরো বক্তব্য রাখেন আবির হোসেন, জাহিদুল, মহিবুল্লা, রিপন, কায়েমুদ্দিন, মৌমিতা নুর, নাহদি হাসান, সায়েম প্রমূখ। সমাবেশ শেষে নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ব্যানারে দাবি ছিল, সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এদিকে সমাবেশে কোটা পদ্ধতির বৈষম্য তুলে ধরে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তারা সরকারের কোটার বিরোধী নন। তবে তাদের কোটা সংস্কারের দাবিগুলো যৌক্তিক দাবি। এই কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষাজীবন শেষে সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন তারা। শিক্ষার্থীরা আরও বলেন, মেধাভিত্তিক দেশ গঠনে দেশের সকল সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে পূর্ণাঙ্গভাবে কোটা প্রথার সংস্কার প্রয়োজন। পিছিয়ে পড়া অনগ্রসর জাতি ও প্রতিবন্ধী কোটা ঠিক রেখে বাকি সব কোটা ৫ থেকে ১০ শতাংশ হারে নির্ধারণ করার দাবি জানান তারা। অবিলম্বে জাতীয় সংসদে কমিশন গঠন ও আইন পাশ করে কোটা পদ্ধতির সংস্কার করে স্থায়ী সমাধানের দাবি জানান তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা