আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৫:২৮
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

আন্দোলন এখন কোন দিকে যাচ্ছে?

ডান্ডিবার্তা | ০৩ আগস্ট, ২০২৪ | ১১:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিন দিন গণআন্দোলনে রূপ নিচ্ছে। ছাত্রদের আন্দোলনের সাথে ইতিমধ্যেই ডাক্তার, শিক্ষক, সাংস্কৃতিক গোষ্ঠি, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ একাত্বতা ঘোষনা করেছে। ছাত্র আন্দোলনে ইতিমধ্যে সরকারি হিসাব মতে দেড়শত নিহত হয়েছে। ছাত্রদের দাবি নিহতের সংখ্যা তিনশতাধিক। গতকালও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন প্রবল বৃষ্টির মধ্যে মাঠে ছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। এরই মধ্যে আজ শনিবার দেশ ব্যাপী বিক্ষোভ মিছিল ও আগামীকাল রবিবার থেকে সর্বাত্মক অসযোগ আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র নাগরিকদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ অবস্থায় ক্ষতাসীন দলে পরিস্থিতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাইছে বলে একাধিক সূত্র দাবি করেছে। সূত্রমতে, ১৪ দলীয় জোট আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনকে মাঠে নামার পরামর্শ দিয়েছে। তাদের মতে আওয়ামী লীগ নেতাদের মাঠে নামার এখনই সময়। মাঠের নেতারা অপেক্ষা করছেন। তারা নির্দেশের অপেক্ষায় রয়েছেন। কিন্তু সেই নির্দেশনা এখনও পর্যন্ত তারা পাচ্ছেন না। দুই দিন আগেই আওয়ামী লীগের প্রাক্তন ছাত্রলীগ নেতাদেরকে ডাকা হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউতে। সেই সভা পÐ হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রাক্তন ছাত্রলীগের নেতারা ভুয়া ভুয়া ধ্বনি দিয়ে বিব্রত করেন। এরপর মাঠের নেতাদেরকে সক্রিয় করার জন্য কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। যদিও নারায়ণগঞ্জে গত ১৮ জুলাই সহিংস ঘটনার পর ১৯ জুলাই মাঠে নামে শামীম ওসমানের নেতৃত্বে তার অনুসারিরা। এরপর থেকে শামীম ওসমান প্রায় প্রতিদিনই রাইফেল ক্লাবে তার অনুসারি এবং আশেপাশের থানার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করে যাচ্ছেন। শামীম ওসমান মাঠে আছেন বলে বিরোধী পক্ষ মাঠে নামতে সাহস পাচ্ছে না। এদিকে জুলাই তাÐবে সারাদেশে আওয়ামী লীগের হতশ্রী অবস্থা ফুটে উঠেছে। এর মধ্যে সাংগঠনিক শক্তি জোরদার করা, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করাটাই অত্যন্ত জরুরি কাজ। এই কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। আর এজন্যই যারা ত্যাগী, পরীক্ষিত ও রাজপথে আন্দোলন করার অভিজ্ঞতাসম্পন্ন তাদেরকে সামনে আনার তাগিদ অনুভব করছেন তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত নেতারা মাঠে নামতে পারেননি। তারা নির্দেশের অপেক্ষায় রয়েছেন। যদিও শামীম ওসমান তার অনুসারিদের নিয়ে মাঠে রয়েছেন কিন্তু আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা তেমন একটা মাঠে নেই বললেই চলে। অনেকে আবার শামীম ওসমান মাঠে নামলে পাশে থাকেন। শামীম ওসমান না থাকলে এদের অনেককেই খুঁজে পাওয়া যায়না। যে কারণে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা কমিটি বানিজ্য বন্ধ করে মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে জেলা ও মহানগর তথা ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা জরুরী বলে মনে করছেন। সাধারণ নেতাকর্মীরা বলেন, নির্দেশ পেলেই আমরা মাঠে নামতে প্রস্তুত। কিন্তু সাধারণ মানুষ মনে করছে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মাঠে নামলে পরিস্থিতি আরো খারাপ হবে। যা এই সময়ে সাধারণ মানুষ কোন অবস্থাতেই সমর্থন করছে না। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মীরা মনে করছেন, এই সময় আওয়ামী লীগের ত্যাগী নেতাদের অত্যন্ত দরকার। যাদের সার্বক্ষণিক সাংগঠনিক তৎপরতার ফলে আওয়ামী লীগের মধ্যে হতাশা কেটে যেতে পারে এবং দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতে পারে। আর এক্ষেত্রে শামীম ওসমানের অগ্রনী ভ’মিকা সাধারণ নেতাকর্মীরা আশা করছে। বিশেষ করে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনগুলো সঠিক পথে আনা টা অত্যন্ত জরুরি বলে মনে করছেন আওয়ামী লীগের সংশ্লিষ্টরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা