
ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিন দিন গণআন্দোলনে রূপ নিচ্ছে। ছাত্রদের আন্দোলনের সাথে ইতিমধ্যেই ডাক্তার, শিক্ষক, সাংস্কৃতিক গোষ্ঠি, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ একাত্বতা ঘোষনা করেছে। ছাত্র আন্দোলনে ইতিমধ্যে সরকারি হিসাব মতে দেড়শত নিহত হয়েছে। ছাত্রদের দাবি নিহতের সংখ্যা তিনশতাধিক। গতকালও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন প্রবল বৃষ্টির মধ্যে মাঠে ছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। এরই মধ্যে আজ শনিবার দেশ ব্যাপী বিক্ষোভ মিছিল ও আগামীকাল রবিবার থেকে সর্বাত্মক অসযোগ আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র নাগরিকদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ অবস্থায় ক্ষতাসীন দলে পরিস্থিতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাইছে বলে একাধিক সূত্র দাবি করেছে। সূত্রমতে, ১৪ দলীয় জোট আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনকে মাঠে নামার পরামর্শ দিয়েছে। তাদের মতে আওয়ামী লীগ নেতাদের মাঠে নামার এখনই সময়। মাঠের নেতারা অপেক্ষা করছেন। তারা নির্দেশের অপেক্ষায় রয়েছেন। কিন্তু সেই নির্দেশনা এখনও পর্যন্ত তারা পাচ্ছেন না। দুই দিন আগেই আওয়ামী লীগের প্রাক্তন ছাত্রলীগ নেতাদেরকে ডাকা হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউতে। সেই সভা পÐ হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রাক্তন ছাত্রলীগের নেতারা ভুয়া ভুয়া ধ্বনি দিয়ে বিব্রত করেন। এরপর মাঠের নেতাদেরকে সক্রিয় করার জন্য কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। যদিও নারায়ণগঞ্জে গত ১৮ জুলাই সহিংস ঘটনার পর ১৯ জুলাই মাঠে নামে শামীম ওসমানের নেতৃত্বে তার অনুসারিরা। এরপর থেকে শামীম ওসমান প্রায় প্রতিদিনই রাইফেল ক্লাবে তার অনুসারি এবং আশেপাশের থানার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করে যাচ্ছেন। শামীম ওসমান মাঠে আছেন বলে বিরোধী পক্ষ মাঠে নামতে সাহস পাচ্ছে না। এদিকে জুলাই তাÐবে সারাদেশে আওয়ামী লীগের হতশ্রী অবস্থা ফুটে উঠেছে। এর মধ্যে সাংগঠনিক শক্তি জোরদার করা, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করাটাই অত্যন্ত জরুরি কাজ। এই কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। আর এজন্যই যারা ত্যাগী, পরীক্ষিত ও রাজপথে আন্দোলন করার অভিজ্ঞতাসম্পন্ন তাদেরকে সামনে আনার তাগিদ অনুভব করছেন তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত নেতারা মাঠে নামতে পারেননি। তারা নির্দেশের অপেক্ষায় রয়েছেন। যদিও শামীম ওসমান তার অনুসারিদের নিয়ে মাঠে রয়েছেন কিন্তু আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা তেমন একটা মাঠে নেই বললেই চলে। অনেকে আবার শামীম ওসমান মাঠে নামলে পাশে থাকেন। শামীম ওসমান না থাকলে এদের অনেককেই খুঁজে পাওয়া যায়না। যে কারণে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা কমিটি বানিজ্য বন্ধ করে মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে জেলা ও মহানগর তথা ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা জরুরী বলে মনে করছেন। সাধারণ নেতাকর্মীরা বলেন, নির্দেশ পেলেই আমরা মাঠে নামতে প্রস্তুত। কিন্তু সাধারণ মানুষ মনে করছে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মাঠে নামলে পরিস্থিতি আরো খারাপ হবে। যা এই সময়ে সাধারণ মানুষ কোন অবস্থাতেই সমর্থন করছে না। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মীরা মনে করছেন, এই সময় আওয়ামী লীগের ত্যাগী নেতাদের অত্যন্ত দরকার। যাদের সার্বক্ষণিক সাংগঠনিক তৎপরতার ফলে আওয়ামী লীগের মধ্যে হতাশা কেটে যেতে পারে এবং দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতে পারে। আর এক্ষেত্রে শামীম ওসমানের অগ্রনী ভ’মিকা সাধারণ নেতাকর্মীরা আশা করছে। বিশেষ করে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনগুলো সঠিক পথে আনা টা অত্যন্ত জরুরি বলে মনে করছেন আওয়ামী লীগের সংশ্লিষ্টরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯