
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবারো ছাত্রদের অন্তরালে ব্যাপক তান্ডব চালিয়েছে কতিপয় দুবৃত্তরা। সকাল থেকেই ১ দফা দাবিতে শহরের বিভিন্নস্থানে মিছিল নিয়ে জড়ো হতে থাকে বৈষম্যনিরোধী আন্দোলনের ব্যানারে সাধারন ছাত্ররা। এসময় ছাত্ররা একদফা দাবিতে বিভিন্ন শ্লোগান দিলেও হঠাৎ করেই মিছিল থেকে একদল দুর্বৃত্ত শহরের রাইফেল ক্লাবে হামলা চালায় এবং ক্লাবের গেইট ভাংচুর করে অগ্নিসংযোগ করে। মুহুর্তের মধ্যেই চারিদিকে আতংক ছড়িয়ে পরে। বেলা বাড়ার সাথে সাথে শহরের বিভিন্নস্থান থেকে হামলার খবরে শহরময় আতংক ছড়িয়ে পরে। দুপুর ১টায় ফতুল্লার পঞ্চবটিস্থ ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর করে একদল দুর্বৃত্ত। তবে এ হামলার ঘটনায় কোন ধরনের ছাত্র জড়িত ছিল না বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। ধর্মগঞ্জ চতলারমাঠ এলাকায় অবস্থিত রুমা গার্মেন্টস এর একদল শ্রমিক সরাসরি এ হামলার সাথে জড়িত বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। এমনকি দুষ্কৃতিকারীরা রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ ফতুল্লা থানা গেইট সংলগ্ন যুবলীগের অফিসে হামলা চালানোর চেষ্টা করে। এসময় যুবলীগের নেতা কর্মীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অংশ নেয়া দুষ্কৃতিকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দুষ্কতিকারীরা ব্যাপক তান্ডবলীলা চালালেও তাদের দমনে আইনশৃংখলা বাহিনীর কাউকেই দেখা যায়নি। জানা যায়, নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ফতুল্লার চাঁদমারীস্থ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ও পুলিশ সুপার কার্যালয়ে ভাংচুর চালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিপুল সংখ্যক টিয়ারসেল ও গুলি ছুড়ে। এতে শিক্ষার্থীসহ শতাধিক গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শতাধিক ব্যাক্তিকে শহরের খানপুরস্থ নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, গতকাল রোববার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অসহযোগের ডাক দেওয়া হয়। সেই অসহযোগের আহবানে সাড়া দিয়ে সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী ও ফতুল্লার কায়েমপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকরা ছুটি চাইলে মালিকপক্ষ ছুটি দিতে অস্বীকৃতি জানায়। এসময় তৈরি পোশাক কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। পরে এসব কারখানার পাশাপাশি আশপাশের সব কারখানা ছুটি দিতে বাধ্য হয়। সকাল সাড়ে ৯টা থেকে শহরের শিবুমার্কেট থেকে শ্রমিক জনতা বের হয়ে ছাত্রদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারীস্থ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারীরা নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় ভাংচুর করে ও কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুদ্ধরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে ভাংচুর চালানোর চেষ্টা চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ বেঁধে যায়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থিম পার্কে আগুন ধরিয়ে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিপুল সংখ্যক টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে। এতে স্কুলছাত্রসহ অন্তত অর্ধশতাধিক গুলিবিদ্ধ হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গুলিবিদ্ধ অন্তত শতাধিক ব্যাক্তিকে শহরের খানপুরস্থ নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে প্রাইমারী স্কুলছাত্র সাগর (১১), শিক্ষার্থী রিয়াজুল (১৭), নিটিং শ্রমিক সামি (১২), পরিবহন শ্রমিক ফাহিম (১৬), গার্মেন্টস শ্রমিক বাবু (২৩), আকাশ (২২), রাতুল (২০), শরীফ (১৮), জোবায়ের আহমেদ (২০), আশরাফুল, সাগর, সিফাতের নাম জানা গেছে। এছাড়াও গতকাল রোববার দুপুরে আন্দোলনকারীরা ফতুল্লা মডেল থানায় ভাংচুর করার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ বেঁধে যায়। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের গুলিতে আন্দোলনকারীদের অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে সকাল সাড়ে ১০টা থেকে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় আন্দোলনরত ছাত্ররা অবস্থান নেয়। এসময় ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দেন জনতা। দুপুর ১২টার দিকে শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। পাশের পুলিশ বক্সেও ভাংচুর চালানো হয়। এরপর পাশর্^বর্তী আজগর পেট্রোল পাম্পে থাকা শীতল পরিবহনের ২টি এসি বাসে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পানি ঢেলে সেই আগুন নিভিয়ে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোন ধরনের নাশকতা না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। বিকেল সাড়ে ৪ টায় চাষাঢ়া বিজয়স্তম্ভ মোড় ছিল আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান জাস্টিস’, ‘শহীদ হওয়া শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দিব না’ ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’ সহ বিভিন্ন শ্লোগানের প্রকম্পিত করে তোলে চাষাঢ়া এলাকা। চাষাঢ়ায় প্রবেশের বিভিন্ন সড়কে বাশের ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদের ভাইদের রক্ত বৃথা যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়েও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তবে সেখানে কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত¡াবধায়ক ডা. আবুল বাশার জানান, অত্র হাসপাতালে জরুরী বিভাগে শতাধিক ব্যাক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে যাদের সকলেই ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে অনেককে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অত্র হাসপাতালে কেউ মারা যায়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যালয়ের কার্যালয়ের সামনে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সাথে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯