
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগ সরকারের পতনের পর সারা দেশের মত নারায়ণগঞ্জেও আনন্দ উল্লাস করছে ছাত্র-জনতা। সকল দলের নেতাকর্মীদের মাঠে দেখা গেলেও আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে কাউকেই শহরের কোথাও দেখা যাচ্ছে না। এমন কি জেলা ও মহানগর আওয়ামীলীগের প্রায় সকল নেতাই আত্মগোপনে চলে গেছে। বিভিন্ন সূত্র থেকে এদের অস্থান সম্পর্কে জানার চেষ্টা করেও গণমাধ্যম কর্মীরা এদের অবস্থান নিশ্চিত হতে পারেনি। তবে নারায়ণগঞ্জের পরিচিত কোন নেতাকর্মীই বাড়িতে অবস্থান করছেন না এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। অনেকেই পার্শবর্তি দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আবার কেই পালিয়ে গেছে এমনটাই সর্বত্র চাউর হয়েছে। যদিও এদের পালিয়ে যাওয়া সম্পর্কে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। এরা নিজ নিজ বাড়িঘরে থাকছে না এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার থেকেই বারবার নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে বলে আসছেন, প্রতিটি মানুষের জানমাল রক্ষার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। বিএনপি জেলা ও মহানগরের শীর্ষ নেতারা অতি উৎসাহি হয়ে কোন স্থাপনায় হামলা কিংবা লুটপাট অথবা প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের উপর চড়াও না হওয়ার নির্দেশ দিলেও কতিপয় অতি উৎসাহি কিছু লোক বিএনপির নামে হামলাসহ লুটপাট এমনকি চর দখলের মত বিভিন্ন সেক্টর দখলে নেমে গেছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোন সদস্যকেই শহরে দেখা যাচ্ছে না। নারায়ণগঞ্জের সবগুলি থানাই এখন পুলিশ শূন্য। থানাগুলিতে সুনশান নিরবতা বিরাজ করছে। তবে বিগত সরকারের আমলে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে তথা হামলা মামলার শিকার হয়েছে তারা বিভিন্ন স্থাপনা পাহাড়াসহ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থনাস্থল রক্ষায় নিয়োজিত রয়েছেন। আওয়ামীলীগের দেড় দশকেরও বেশী সময় ক্ষমতায় থাকাকালে জনগণের উপর বিভিন্ন কায়দায় নির্যাতনের কারণে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে সোমবার করুণভাবে পদত্যাগ করে গোপনে দেশ ছেড়ে পালাতে হয়। অভিজ্ঞমহল মনে করছে বিএনপি ও সমমনা দলগুলি দ্রæত এসব বিএনপির লেবাসধারীদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির সুনাম সাধরণ মানুষের কাছে ক্ষুন্ন হবে। তাই হাট-মাঠ-ঘাটসহ বিভিন্ন সেক্টর দখলে যারা মাঠে নামার পায়তারা করছে তাদের দ্রæত আইনের আওতায় এনে গণতান্ত্রীক পরিবেশ রক্ষায় ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভূথানকে প্রশ্ন বিদ্ধ করতে যারা অপতৎপরতা চালাচ্ছে তাদের এখনই রুখতে হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯