
ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনে শত শত বীর শহীদদের রক্তের বিনিময়ে অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণের মাধ্যমে নবীন প্রবীনের সমন্নয়ে গঠিত উপদেষ্টা মন্ডলীর নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। এযেন সাধারণ মানুষের প্রত্যাশার সরকার। এক সাগর রক্তের বিনিময়ে ৭১ সালে বিশে^র মানচিত্রে বাংলাদেশের অভ্যুদ্বয় ঘটে। অগণতান্ত্রিক পদক্ষেপ, লুটপাট, স্বজনপ্রীতি, দুর্নীতি আর বৈষম্যমূলক আচরণের কারনে ছাত্ররা মাঠে নামে। রংপুরে মেধাবী ছাত্র আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে বাঙ্গালীকে অধিকার আদায়ের আন্দোলন কিভাবে করতে হয় তা শিখিয়ে যায়। ছাত্রদের এ আন্দোলনে দেশের আপামর জনতা যোগ দিলে আন্দোলনে শত শত ছাত্র জনতা শাহাদাৎ বরণ করেন। শত চেষ্টা করেও শেষ পর্যন্ত কোনোভাবেই শেখ হাসিনা জনগণের আন্দোলনকে ঠেকাতে পারেনি। এর পরিনতিতে ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের অবিশ^াস্য পতন ঘটে। শেখ হাসিনার আত্মসমর্পণ এতটাই হৃদয়বিদারক ছিল যে- তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও বাংলাদেশে থাকতে পারলেন না। তাকে গোপনে দেশ ছেড়ে পালাতে হয়। শেখ হাসিনার এই দেশত্যাগ এবং আওয়ামী লীগ সরকারের এই করুণ পতন হবে এমনটা কেউ না ভাবলেও ছাত্র আন্দোলনকে দমাতে গিয়ে যেভাবে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে কোলের শিশু থেকে শুরু করে সাধারণ মানুষকে হত্যা করে তাতে আওয়ামীলীগ সরকারের পতন অনেকটাই সময়ের ব্যপার হয়ে উঠে। শেখ হাসিনার সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়করা অন্তর্বতীকালীন সরকারের রূপ রেখা প্রকাশ করেন। সামনে চলে আসে ড. মুহাম্মদ ইউনূসের নাম। চলতে থাকে জল্পনা কল্পনা। গত ৪দিন দেশে বাস্তবত: কোন সরকার ছিল না। ছিলনা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পুলিশ বাহিনী। চরম আতঙ্কের মধ্যে যখন দেশবাসী সময় পার করছিল তখন গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকার শপথ গ্রহণ করেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারকে আওয়ামীলীগ ছাড়া সকল রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন এবং ছাত্র-জনতা সহায়তার ঘোষনা দেয়। অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা হলেন ১৬ জন। তারা হলেন, সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব)এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম। রাত ৯টা ২৭ মিনিটে প্রথমে অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জনকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। উপদেষ্টা ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায়, সুপ্রদিপ চাকমা ঢাকার বাইরে থাকায় গতকাল শপথ করতে পারেনি বলে জানা গেছে। এর আগে দুপুর ২টা ১১ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এরপর বিমানবন্দরে ড. ইউনূস বলেন, গত কয়েকদিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে সেগুলো ষড়যন্ত্র। এটাকে রোধ করতে হবে। তাদের লাঠিপেটা করলে হবে না। সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে। কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। তিনি বলেন, আমার ওপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো ওপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকব না। নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল উল্লেখ করে ড. ইউনূস বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়করা) দেশকে রক্ষা করেছে। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশবাসী কাছে আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, দেশে কারও ওপর কোনো হামলা হবে না। তাহলে আমি আপনাদের সঙ্গে থাকব না। আইনশৃঙ্খলা পরিস্থিতি করাকে স্বাভাবিক করাকে গুরুত্ব দিয়ে ইউনূস বলেন, যেজন্য আন্দোলন হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয়। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এসময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে। আন্তজাতিক বিশ^ মনে করছে, গণঅভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী নেতা শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্তর্র্বতী সরকারের প্রধান হচ্ছেন ক্ষুদ্রঋণের প্রবক্তা ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে তার তাৎক্ষণিক কাজ হবে দু’টি। প্রথমত, ১৭ কোটি মানুষের এই দেশটিতে তাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃস্থাপন করতে হবে। বাংলাদেশের অর্থনীতি যাতে বিপর্যস্ত না হয় সেজন্য দ্রæততার সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে স্থিতিশীল করতে নিয়োগ দিতে হবে ড. ইউনূসকে। উল্লেখ্য, ড. ইউনূস ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক। তিনি হতদরিদ্রদের ব্যাংক লোন দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে সফল করেছেন। তার এ কাজে অসংখ্য দরিদ্র মানুষ দরিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন। তার এ কাজের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন। ২০০৭ সালে সেনাবাহিনী সমর্থিত অন্তর্র্বতী সরকারের সময়ে তিনি একটি রাজনৈতিক দল চালু করেছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে তা বাদ দেন তিনি। এরপর থেকেই তিনি শেখ হাসিনাসহ বিভিন্ন শক্তিধর ব্যক্তিদের রোষানলে পড়েন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বতীকালীন সরকার জনগণের আশা আকাঙ্খা পূরন করতে পারবেন এমন প্রত্যাশা দেশবাসীর।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯