
ডান্ডিবার্তা রিপোর্ট
ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দেড় দশকের বেশী সময় দেশবাসীর উপর চেপে থাকা আওয়ামী সরকারের পতনের পর ছাত্র-জনতার এ বিজয়কে নস্যাৎ করতে একটি মহল বেপরোয়া হয়ে উঠেছে। গত সোমবার আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনার পতনের পর মহলটি ছাত্র-জনতার আনন্দ উল্লাসের সুযোগে বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এই মহলটি পরিকল্পিত ভাবে লুটপাট করে এবং থানা গুলিতে হামলা চালিয়ে অস্ত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটপাট করে। মহলটি গত সোমবার দুপুর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। পাড়া মহল্লায় চুরি, ড্কাাতি, সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ে হামলার চেষ্টা এমনকি দেশকে অস্থির করে তুলতে দেশের বিভিন্ন স্থানে জেলখানা গুলিতে হামলা চালিয়ে অপরাধীদের ছেড়ে দেয়ার পায়তারা করছে। তাদের উদ্দেশ্য বিভিন্ন জেলখানায় বন্ধী অপরাধীরা যাতে জেল থেকে বেরিয়ে এসে সমাজে বিশৃঙ্খলা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে। আর এই সুযোগে আওয়ামী সরকারের দোসরদের পরোচনায় পুলিশ বাহিনীর একটি অংশ নিরাপত্তার অযুহাতে কাজে যোগ দিচ্ছে না। যে কারণে নারায়ণগঞ্জবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অবশ্য নারায়ণগঞ্জে বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ যুবক ও শিক্সার্থীরা পালাক্রমে পাহাড়া দিয়ে চলেছে। একই ভাবে শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে শিক্সার্থীরা দিনরাত কাজ করে যাচ্ছে। সরকার, সেনাপ্রধান এমনকি নবনিযুক্ত পুলিশ প্রধানও তার বাহিনীকে যানমালের নিরাপত্তা দেয়ার আশ^াস দিয়ে কাজে যোগ দিতে বলছেন। রাজধানীসহ দেশের অনেক স্থানে পুলিশ স্ব স্ব থানায় ফিরে এলেও নারায়ণগঞ্জের থানাগুলিতে এখনো পুলিশ সদস্যরা ফিরে না আসায় শহরময় সাধারণ মানুষের মধ্যে ভীতির ভাব রয়েই গেছে। শিক্সার্থীরা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অস্ত্র উদ্ধার ও লুন্ঠিত মালামাল উদ্ধারেও কাজ করে চলছে। দেশের দেড়শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে গত সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত একটানা একটি মহল তাদের আজ্ঞাবহ লোকজনদের দিয়ে ক্লাবটিতে ভাংচুর ও অগ্নিসংযোগের আগে সকল মালামাল আসবাবপত্র লুট করে নিয়ে যায়। শেখ হাসিনার পদত্যাগের শেষ মুহুর্তে ক্লাবের কর্মকর্তারা চলে গিয়ে ক্লাবটি বন্ধ ঘোষনা করায় সদস্য বিহীন ফাঁকা ক্লাবে লুন্ঠনকারীরা অবাদে লুটপাটের সুযোহ পায়। ক্লাবের সাথে সংশ্লিষ্ট কেউ কেউ এই লুটের ঘটনায় জড়িত বলে সাধারণ সদস্যরা মনে করছে। এমনসব জায়গায় লুটপাট চালানো হয় যার অস্তিত্ব খোদ ক্লাবের অধিকাংশ প্রবীন সদস্যই জানেনা। ক্লাবের কিছু কর্মচারী-কর্মকর্তা এসব লুটপাটের ইন্ধনদাতা হিসাবে থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন। নারায়ণগঞ্জ ক্লাবে হামরা ও লুটপাটের ঘটনার পর ৫দিন অতিবাহিত হলেও দায়িত্বশীল পরিচালক মন্ডলীর দু-একজন ছাড়া কাউকে দেখা যায়নি। ক্লাব সদস্য মনে করছেন, লুন্ঠিত মালামাল উদ্ধারে শিক্ষার্থীরা আরেকটি ভাল নজির সৃষ্টি করতে পারে। লুন্ঠিত মাল ফেরত দেয়ার জন্য মাইকিং করা হলে এবং পাশাপাশি সেনাবাহিনী গোপনে ঐতিহ্যবাহী ক্লাবটি ধ্বংস ও লুটপাটের সাথে কারা জড়িত তা তদন্ত করলে খুব সহজেই অপরাধীদের চিহিৃত করা যাবে। দেশকে অস্থিতিশীল এবং প্রশাসনকে প্রশ্নের সম্মুখিন করতে একটি মহল নারায়ণগঞ্জ ক্লাবসহ অরাজনৈতিক স্থাপনায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে নগরবাসী মনে করে। এদিকে গতকাল শুক্রবার গণঅধিকার পরিষদের এক সম্প্রীতি সমাবেশে নুরুল হক নুর বলেছেন, শিক্ষার্থীদের লড়াই সংগ্রামের ফায়দা লুটতে চাচ্ছে দুষ্কৃতিকারীরা। নৈরাজ্য দেখার জন্য এই বিপ্লব করা হয়নি। এ সময় এসব রুখতে অন্তর্বতীকালীন সরকারকে দেশের রুপরেখা তাড়াতাড়ি তৈরির তাগিদ দেন তিনি। এই বিপ্লবকে নস্যাৎ করতে চায় যারা তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় কমিটি গঠন করার দাবি জানান তিনি। তিনি বলেন, এই নৈরাজ্য করেছে যারা তারা সরকারের সহযোগী ছিল। তাদের বিচারের আওতায় আনতে হবে। আর যেন কোনো দখলদার তৈরী না হয়। কোনো প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়ার অধিকার কারোর নেই। সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এ হামলা বিএনপি জামায়াত ও গণজাগরণ করে নাই। এরা দুষ্কৃতকারী। তারা এখনও ষড়যন্ত্র করে চলছে। তিনি আরও জানান, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাও অন্তর্র্বতীকালীন সরকারকে করতে হবে। এই ১৫ বছর ধরে যারা গুম খুন করেছে তাদেরকে বিশেষ ট্রাইবোনাল করে বিচারের মুখোমুখি করার জন্য অন্তর্র্বতীকাল সরকারকে কাছে প্রত্যাশা করেন তিনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯