আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪১
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

আওয়ামী নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক

ডান্ডিবার্তা | ১৯ আগস্ট, ২০২৪ | ১১:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। আজ এ বাড়িতে কাল ওবাড়িতে অবস্থান করছে। দেশ কিছুটা শান্ত হয়ে আসলে কিছু আওয়ামীলীগ কর্মী বেরিয়ে আসতে শুরু করে। তারা বিভিন্ন হোটেল রেস্তোয় আড্ডাও করেন। গত শনিবারও বেশ কয়েকজনকে শহরে দেখা গেছে। কিন্তু গত শনিবার রাতে শেখ হাসিনাসহ ২৫০জনের বিরুদ্ধে মামলা হলে গতকাল রবিবার থেকে তাদের আর দেখা যাচ্ছে না। যারা ২/৩ দিন রাস্তায় বেরিয়েছিল তারাও এবার গাঢাকা দিয়েছে। এদিকে দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে আওয়ামীলীগের মনোবল ভেঙ্গে দিয়েছে। নেত্রীছাড়া আওয়ামীলীগ এখন এতিম। যার দাপটে তারা দাবরিয়ে বেড়াত সেই নেত্রীই তাদের ফেলে পালিয়ে গেছে। তছনছ হয়ে গেছে আওয়ামীলীগের সাজানো মসনদ। আওয়ামীলীগ দেশে প্রতাপের সাথে রাজনীতি করেছে। সকল সেক্টরে একমাত্র তার অনুগতদের বসিয়ে দেশটাকে জিম্মি করে রেখেছিল। আর দেশ ব্যাপী বিরোধী মতকে দমাতে চালিয়ে স্ট্রিম রোলার। চালিয়ে হত্যা, গুম, হামলা-মামলা ও গ্রেফতার করে জেল ভর্তি করা। তাই বিএনপি নেতারা বার বার বলে বেড়াতেন শেখ হাসিনা দেশটাকে কারাগারে পরিনত করে রেখেছে। শেখ হাসিনা পতনের পর একে একে শেখ হাসিনার দুর্নীতি, স্বজনপ্রিতি, স্বেচ্ছাচারিতা বেরিয়ে আসছে। শেখ হাসিনার দুর্নীতির খবর এখন গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এত দিন গণমাধ্যম শেখ হাসিনার দুর্নীতির খবর জানলেও তা প্রকাশ করতে পারেনি। কারণ শেখ হাসিনা গণমাধ্যমের টুটি চেপে রেখেছিল। আর শেখ হাসিনা বলে বেড়াত বাংলাদেশে মুক্ত গণমাধ্যম। যার কোন বালাই ছিল না। এক শ্রেনীর দলবাজ সাংবাদিক ছিল যারা শেখ হাসিনার পদলেহন করে গাড়িবাড়ি ও অঢেল টাকার মাকিল বনেছে। আর সেই সকল দলবাজ সাংবাদিকদের কারণে অনেক সময় সত্য কথা লিখা যায়নি। যারাই লিখতে চেষ্টা করেছে তা প্রকাশ হওয়ার আগেই তাদের গুম, খুন বা আয়না ঘরের বাসিন্দা হতে হয়েছে। গুমের বর্ননা দিয়ে সাংবাদিক কাজল বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের আমলে ৫৩ দিন গুম ছিলেন একটি দৈনিক পত্রিকার আলোচিত এ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গুম নিয়ে মুখ খুলেছেন ভুক্তভোগী এই সাংবাদিক। স¤প্রতি ‘টেবিল টক ইউকে’ শীর্ষক একটি অনুষ্ঠানে গুমের সময়কার অভিজ্ঞতা বর্ণনা করে কাজল বলেন, আমার ৫৩ দিন চোখ বেঁধে রেখেছে। আমার মুখে বল ঢুকিয়ে রাখত। আমি কথা বলতে পারতাম না, শ্বাস নিতে পারতাম না। আজ যারা কথা বলতে পারছেন, তাদের সবার সঙ্গে এ আচরণ হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গুমের বিষয়গুলো দেখাশোনা করতেন বলে দাবি করেন সাংবাদিক কাজল। তিনি বলেন, ‘শেখ হাসিনার সাইন (স্বাক্ষর) ছাড়া একটা মানুষ বাংলাদেশে গুম হয়নি’। এদিকে শেখ হাসিনা যেভাবে দুর্নীতি করেছেন তা এখন প্রকাশ পাচ্ছে। দেশের সর্ববৃহৎ ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা-রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। যাতে মধ্যস্ততা করেন ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার ২৬৫ কোটি ডলার। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে ৫০০ কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা-রোসাট্রম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ৩০ শতাংশ পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। আর এভাইে আওয়ামীলীগের নেতাকর্মীরাও বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, হাট-মাঠ-ঘাট দখল করে নিজেদের আখের গুছিয়েছে। আজ তারা তাদের কৃতকর্মের জন্য বাড়ি ছাড়া। আওয়ামীলীগ নেতাকর্মীদের ধারনা যেখানে দলের প্রধান শেঞ হাসিনা রেহাই পায়নি এখানে তাদের অস্তিত্ব টিকবে না। অনেকে মনে করছেন নারায়ণগঞ্জে দীর্ঘ ১৫ বছরে যত রাজনৈতিক খুন হয়েছে সবগুলির একে একে মামলা হবে। আর কখনো মাথা তুলে আওয়ামীলীগ নারায়ণগঞ্জে দাঁড়াবে তা এখনকার পরিস্থিতি বলে দেয় প্রায় অসম্ভব। তাই অনেকে বলে বেড়াচ্ছেন আজকে আওয়ামীলীগের এ পরিতির জন্য আওয়ামীলীগই দায়ি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা