
ডান্ডিবার্তা রিপোর্ট:
আওয়ামীলীগ ক্ষমতা পেয়ে দানবে পরিনত হয়েছে। এমন অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পরিবারদের। আওয়ামীলীগ গণহত্যা চালিয়ে শত শত মানুষকে হত্যা করে রক্ত পিপাসুতে পরিনত হয়ে গিয়েছিল। আন্দোলন চলাকালে আওয়ামীলীগের লোকদের দিয়ে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তারা ব্যপক ভাংচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করে তান্ডব চালিয়েছে বলে অনেকের অভিযোগ। ছাত্র-জনতার শান্তিপূর্ন আন্দোলনে শেখ হাসিনা পুলিশকে লেলিয়ে দিয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে গণহত্যা চালিয়ে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। সে নির্দয়ের মত পুলিশকে আন্দোলন দমানোর নামে পুলিশকে গুলি হুমক দিয়ে দেশটাকে লাশের স্তুপে পরিনত করেছে। অবশেষে যে আগুন আওয়ামীলীগ জ্বালিয়ে সে আগুনে এখন তারাই পুড়ছে। ক্ষমতা হারিয়ে তার ছেলে জয় আবোল তাবোল বকছে। দেশটাকে কারাগারে পরিনত করে রেখেছিল। মানুষ কথা বলতে পারেনি। গণমাধ্যম সত্য লিখতে পারেনি। যারাই সত্য বলার চেষ্টা করেছে তাদেরই খুন করা হয়েছে। সেই খুনের শিকার হতে হয়েছে সাগর-রুনিকে। যার তদন্ত আজো হয়নি। বিচারহীনতার সাংস্কৃতিতে চলছিল দেশ। তাদের লোকেরা যত খুন আর অপরাধ করেছে তাদের বিচার না করে তাদের পদোন্নতি দিয়ে আরো শক্তিশালী করেছে। আর যারা মুখ খুলতে চেষ্টা করেছে তাদের গুম, খুনের শিকার হতে হয়েছে। অন্যায় ভাবে দমন করা হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের। মামলার বোঝায় ভারি করেছে বিরোধী দলের নেতাকর্মীদের। তাদের একটি কাজ ছিল লুকিয়ে থাকা ্আর আদালতে হাজিরা দেয়া। নয়তো জেলে যাওয়া। সম্পূর্ণ রূপে বাজ স্বাধীনতা হরণ করা হয়েছিল। স্বাধীন বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে চায়। সাদাকে সাসা আর কালোকে কালো বলতে চায়। আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে বিরোধীদলকে দমাতে গিয়ে নিজেরা বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে বিরোধী দলকে নাস্তানাবুদ করে রেখেছিল। কিন্তু বিরোধী দলের মনোবল ভাংতে পারেনি। গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামীলীগের সেই ক্ষমতাধর নেতারাও লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আর আওয়ামীলীগের পদলেহনকারী কিছু কর্মকর্তা যারা আত্মগোপনে ছিল তাদের একে গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে গণসত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দলের মন্ত্রী-এমপিসহ নেতাদের নামে গত সোমবার পর্যন্ত ১৮টি হত্যা মামলা আর একপি গুমের মামলা হয়েছে। তারা যে আগুন জ্বালিয়ে বাংলাদেশে সেই আগুনে পুড়তে হচ্ছে। তাদের পরিনতি থেকে শিক্ষা নিয়ে আগামীতে রাজনীতি করতে হবে বিএনপি ও জামাতকে। এমনই অভিমত দিলেন জামায়াতের আরীর। মনে রাখতে হবে মানুষর উপর বল প্রয়োগ করলে এর পরিনাম ভয়াবহ হবেই। ইতিমধ্যে সমন্নয়কারী ও উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, প্রতিটি হত্যার বিচার হবে। শেখ হাসিনাকে প্রতি হত্যার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সে বিচার থেকে রক্ষা পাবে না। এ গণহত্যার আন্তর্জাতিক তদন্ত হবে। আমরা প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে চাই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯