আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ২:১৮
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

সংঘাতের পথে মহানগর বিএনপি

ডান্ডিবার্তা | ১০ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
পদ পদবীর বিরোধে সংঘাতে লিপ্ত হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। নারায়ণগঞ্জে বিএনপি যে পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত সেই পরিবারকে কোনঠাসা করতে অপর পক্ষটি দীর্ঘ দিন ধরেই কুট কৌশল চারিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয় এ পরিবারের নেতৃত্বে যারা বিএনপির রাজনীতিকে চাঙ্গা করে রেখেছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে কয়েকজনকে দল থেকে বহিস্কার পর্যন্ত করিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিগত ১৬টি বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকাবস্থায় ২বার আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করে এ পরিবার থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। যেহেতু বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান আর রাষ্ট্র ক্ষমতায় আওয়ামীলীগ তখন অনিচ্ছা সত্বেও সরকারি দায়িত্বের কারনে তৎকালিন আওয়ামীলীগ তথা আওয়ামী জোটের এমপির সাথে কাজ করতে হয়েছে। আর নিজ দলের স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন মামলা হামলা থেকে রক্ষার জন্য তাদের সার্থে সখ্যতা রেখে চলতে হয়েছে। সেই সখ্যতার ছবি বিএনপির কেন্দ্রে পাঠিয়ে নারায়ণগঞ্জ মূল স্তম্বের নেতাদের বহিস্কার করিয়েছে নিজেদের পদ পদবী বাগিয়ে নেয়ার জন্য। যারা বিএনপির পক্ষে রাজপথ কাঁপাতো তাদেরই মাইনাস করার জন্য বর্তমান পক্ষটি কোমর বেধে নেমেছে। এদিকে দল থেকে বহিস্কারের পরও বিএনপির মূল স্তম্বের নেতাকর্মীরা দলীয় কার্যক্রম বাদ দেয়নি। দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জে বিএনপির দুটি পক্ষ যার যার ভাবে দলীয় কর্মকান্ড চালিয়ে আসছিল। শুরু হয় তাদের মধ্যে একে অপরকে ঘায়েল করার রাজনীতি। বিভিন্ন সভায় একে অপরকে নিয়ে কটুক্তি করতেও দ্বিধা করছে না। বর্তমানে বিএনপির নেতৃত্বে যারা আছেন তারা সেই জালাল হাজী পরিবারের নেতৃত্বে রাজনীতি করে পরিচিতি পেয়েছে। যাদের নেতৃত্বে বিএনপিতে পর্দাপন এখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে একাধিক অবিযোগ পাওয়া গেছে। এভাবে চলতে থাকে দুই গ্রুপের রাজনীতি। গত ৫ আগষ্টের পর আওয়ামীলীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠে। গত শুক্রবার মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বন্দরের তিনগাঁও এলাকায় মিটিং করতে যাওয়ার পথে হামলা শিকার হয়। আর হামলার দায় দেয়া হয় জালাল হাজী পরিবার ও তাদের নেতৃত্বে থাকা বিএনপি নেতাকর্মীদের উপর। এ নিয়ে মামলাও হয়। আর এর জেল ধরে গত রোববার রাতে বন্দরের একরামপুরে আকিজ সিমেন্ট কারখানার সামনে টিপু গ্রুপের লোকেরা মুকুল গ্রুপের ইমরান নামে এক জনকে ছুরিকাঘাত করে। এভাবেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দুই প্রুপ এখন সংঘাতে লিপ্ত হয়ে পড়েছে। এদিকে টিপু হামলার শিকার হলে টিপু গ্রুপ যেমন প্রতিবাদ করেছে তেমনই টিপুর উপর হামলার প্রতিবাদ করেছে মুকুল গ্রুপ। তারপরও দলীয় শত্রুতার জের ধরে টিপু মুকুল গ্রুপের ২শ’ জনের বিরুদ্ধে মামলা করে। শুধু মুকুল গ্রুপের লোকই নয় শহরে যারা তাদের নেতৃত্বে পক্ষে ছিল না তাদেরও মামলায় আসামী করা হয়েছে। কিন্তু মূল হামলাকারীদের আসামী করা হয়নি বলে স্থানীয়রা জানান। স্থানীয়রা জানান, যেদিন টিপুর উপর হামলা হয় সেদিন নবীগঞ্জ কামলাউদ্দিনের মোড়ে আজমেরী ওসমান ও অয়ন ওসমানের কিছু সহযোগিকে ঘুরাফেরা করতে দেখেছেন। তবে মূলত কারা টিপুর উপর হামলা চালিয়েছে তার কেহ নিশ্চিত করেনি। কিন্তু অভিযোগ জালাল হাজী পরিবারের দিকেই। যেহেতু তাদের মধ্যে দীর্ঘ ধরে দলীয় বিরোধ চলে আসছি। সম্প্রতি বন্দরের তিনগাঁও এলাকায় নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আশা একটি দলীয় সভা করার প্রস্তুতি নিলে সেখানে টিপু গ্রুরেপর লোকের সে সভা পন্ড করে দেয়। এর জেল ধরেও টিপুর উপর হামলা হতে পারে বলেও অনেকে মনে করছেন। তবে সব মিলিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এখন সংঘাতে লিপ্ত হয়েছে। বতর্মানে নারায়ণগঞ্জে বিএনপির এ বিরোধ কেন্দ্র থেকে সমাধান না করা হলে যে কোন সময় বড় ধরনের হতাহতের ঘটনার শঙ্কা রয়েছে বলে বিএনপি নেতাকর্মীরা মনে করেন। তাই এ সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা