
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের পর দীর্ঘদিন ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে কোনো হানাহানির খবর পাওয়া যায়নি। কারণ, পুরো গার্মেন্ট খাতে একচ্ছত্র আধিপত্য ছিল সাবেক সংসদ–সদস্য শামীম ওসমান ও তার অনুসারীদের। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পালটে যায় দৃশ্যপট। অনেক ঝুট সন্ত্রাসী ভোল পালটে এখন বনে গেছেন বিএনপি নেতা। বিসিক শিল্পনগরীসহ নারায়ণগঞ্জের গার্মেন্ট সেক্টরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য শুরু হয় শক্তি প্রদর্শনের মহড়া। এক পক্ষকে ঘায়েল করতে আরেক পক্ষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ রয়েছে।তাদের মধ্যে সবচেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, তার ঘনিষ্ঠ সহযোগী বরিশাইল্যা জাহাঙ্গীর, সিরাজ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা রাছেল বাহিনী। এছাড়াও ফতুল্লার বাবুরাইল, আমবাগান, হোসাইনীনগর, বাংলাবাজার ও দেওয়ানবাড়ি এলাকায় ঝুটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যস্ত অনিক মির্জার বাহিনী। এছাড়াও রয়েছে রাজু, মামুন, সোহেল, ফয়সাল ও ইমনের নেতৃত্বে বেশ কয়েকটি কিশোর গ্যাং। সম্প্রতি সবচয়ে বড় সংঘর্ষ হয়েছে ফতুল্লার পঞ্চবটীতে নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে। সেখানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির বিরুদ্ধে তার ঘনিষ্ঠ কর্মী জাহাঙ্গীর ও সিরাজের নেতৃত্বে দুই শতাধিক সন্ত্রাসী নিয়ে বিসিকের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপের একাধিক সন্ত্রাসী আহত হয়। এব্যাপারে রাসেল মাহমুদ জানিয়েছেন, তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও ফতুল্লা থানা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক হয়েও রাজনৈতিক পরিচয়ে নয়, দীর্ঘদিন ধরেই বিসিকের বাসিন্দা হিসাবেই ব্যবসা করে আসছেন। বিসিকের ভেতরেই তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু হঠাৎ করে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় রনি বাহিনী। শুধু তাই নয়, ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে একটি গ্রুপ তাকে সাবেক ছাত্রদল নেতা আনু হত্যা মামলায় প্রধান আসামি করে মামলা পর্যন্ত দিয়েছে। অথচ পুলিশ এবং চিকিৎসকরা এখন পর্যন্ত নিশ্চিত করেনি এটি মৃত্যু না হত্যা। এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীরের বিরুদ্ধে ঝুট সন্ত্রাসী রনিকে পৃষ্ঠপোষকতার অভিযোগ পাওয়া গেছে। কিন্তু গণমাধ্যমকে এই অভিযোগ অস্বীকার করেছেন অ্যাডভোকেট আলমগীর। বিসিক ছাড়াও জেলখানার পেছনের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ফকির গার্মেন্ট থেকেও সাড়ে ২৭ লাখ টাকার ঝুট বের করে আনার রশিদ পাওয়া গেছে। কিন্তু সংঘর্ষের খবর পেয়ে র্যাব–১১–এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বিপুলসংখ্যক বিজিবি ও র্যাব সদস্য পাঠান বিসিকে অভিযান চালাতে। মূলত র্যাব কর্মকর্তার তাৎক্ষণিক পদক্ষেপেই রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো গেছে। এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মাহমুদ বলেন, আমার বাড়ি বিসিকের ভেতরে। এ কারণে দীর্ঘদিন এখানকার গার্মেন্ট মালিকদের সঙ্গে আমার সখ্য রয়েছে। তাই কোনো দলীয় পরিচয়ে নয়, বরং তাদের কাছে বিশ্বস্ততার কারণে এখানকার গার্মেন্ট মালিকদের সঙ্গে আমি ব্যবসা করে আসছি। কিন্তু হঠাৎ করেই বরিশাইল্যা জাহাঙ্গীর, ররি ও সিরাজের মতো কিছু ঝুট সন্ত্রাসী নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এখানকার গার্মেন্ট সেক্টরকে অস্থির করার পাঁয়তারা করছে। বরিশাইল্যা জাহাঙ্গীর বলেন, আওয়ামী লীগের আমলে দীর্ঘ এক যুগের বেশি ঝুট সেক্টরে লুটপাট চলছে অবাধে। এখন আমরা এই সেক্টরে হাত দিতে না দিতেই সাংবাদিকরা তৎপর হয়ে উঠেছে। আসলে আমার পেছনে অপপ্রচার চালানো হচ্ছে ঝুট নিয়ে। ফতুল্লা থানার ওসি নূরে আযম মিয়া বলেন, সম্প্রতি বিসিকে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপই থানায় অভিযোগ করেছে। আমরা এসব অভিযোগ তদন্ত করে দেখছি। র্যাব–১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, তৈরি পোশাক খাত দেশের একটি গুরুত্বপূর্ণ খাত। যে কোনো মূল্যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হানাহানি বন্ধ করা হবে।বিকেএমইএ–এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ঝুট নিয়ে গার্মেন্ট সেক্টরকে অস্থির করতে দেওয়া হবে না। এখানে লাখ লাখ মানুষের জীবিকা জড়িত। দেশের একটা উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আসে এ খাত থেকে। বিভিন্ন গ্রুপের ফোনকল পাচ্ছি প্রতিদিন। সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি। বিশৃঙ্খলা করলে কাউকে গার্মেন্টে ঢুকতে দেওয়া হবে না।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯