আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৭

স্প্যানিশ তারকা রদ্রিগো হার্নান্দেজের হাতে ব্যালন ডি’অর

ডান্ডিবার্তা | ২৯ অক্টোবর, ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট: প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্যু সাতেলে ব্যালন ডি’অরের ৬৮তম আসর বসবে আজ সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাতে। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫মিনিটে শুরু অনুষ্ঠানটি।ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন না পাওয়ার গুঞ্জন এবং পুরো রিয়াল মাদ্রিদ দলের প্যারিসের এই অনুষ্ঠান বয়কট নিয়ে নাটকীয়তা চলছিল সন্ধ্যা থেকে। এক্ষেত্রে রদ্রি পেছনে ফেলেগত মৌসুমে দুর্দান্ত খেলেছিলেন রদ্রি। ক্লাব ফুটবলে ম্যানসিটিকে যেমন জিতিয়েছেন প্রিমিয়ার লিগের শিরোপা, তেমনি আলো ছড়িয়েছেন জাতীয় দলেও। এক যুগ পর স্পেনের ইউরো চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারে রেখেছেন অগ্রণী ভূমিকা। ব্যালন ডি’অরে সংক্ষিপ্ত তালিকায় তাই রদ্রিকে দেখে অনেকেই ধরে নিয়েছিলেন–লম্বা সময় পর প্রিমিয়ার লিগের (ইংল্যান্ড) কোনো ফুটবলারের হাতে উঠতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদার এই ব্যক্তিগত শিরোপা।ছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়ুস জুনিয়রসহ শর্টলিস্টে থাকা ২৯ তারকা ফুটবলারকে। ফ্রান্স ফুটবল সাময়িকীর জুরি বোর্ডে স্বাভাবিকভাবে এই স্প্যানিশ তারকাই সর্বোচ্চ ভোট পেয়েছেন। এরপর ভোটের নিরিখে যথাক্রমে অবস্থান ভিনিসিয়ুস, দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও লাউতারো মার্টিনেজের। এ নিয়ে ৬৪ বছর পর স্পেনের কোনো পুরুষ ফুটবলার হিসেবে ব্যালন জিতলেন রদ্রি।

স্পেন ও সিটির জার্সিতে গত মৌসুমে মোট ৬৩ ম্যাচ খেলেছেন রদ্রি। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও করেছেন ১২ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬টি। বলা হয়, ম্যাচে যারা মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয়, ফল অনেকটাই তাদের পক্ষে চলে আসে। মৌসুমজুড়ে রদ্রি সেই কাজটিই করেছেন। ক্লাব কোচ পেপ গার্দিওলা তো তাকে সময়ের সেরা মিডফিল্ডার বলে আখ্যাই দিয়েছেন। অথচ, গত মৌসুমেও মাঠ দাপিয়ে বেড়ান টনি ক্রুসের মতো তারকা। লুকা মদ্রিচ এখনও খেলছেন।

গার্দিওলা কেন তাকে সেরা বলেছেন, প্যারিসের গালা নাইটে সব আলো নিজের করে সেটি বুঝিয়ে দিলেন ২৮ বছর বয়সী রদ্রি। গত ১৭ বছরে মদ্রিচের পর দ্বিতীয় মিডফিল্ডার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন তিনি।

ব্যালন ডি’অর জিতে রদ্রির সহজ সরল কথা, ‘এটি আমার দেশের মানুষের জন্য। যারা আমাকে সমর্থন দিয়েছে। আমার ক্লাব সতীর্থ, কোচ ও ভক্ত সবার জন্য এই অর্জন।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা