
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ নগরীর ২নং রেইগেট এলাকা এখন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের এক নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে। ২নং রেইলগেটের থান কাপড়ের মার্কেট থেকে শুরু করে উকিল পাড়া এলাকাস্থ রেইলগেট পর্যন্ত চলে এই মাদক বাণিজ্য। নগরীর চিহ্নিত মাদক সম্রাজ্ঞী বিউটির পরিচালনায় চলে এই মাদকের রমরমা বাণিজ্য। শহরের গুরুত্বপুর্ন একটি স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির করার পরেও প্রশাসনের কোন হস্তক্ষেপ না থাকায় হতাশ স্থানীয়রা। নগরীর গুরুত্বপুর্ন একটি স্থান ২নং রেইলগেট এলাকা। নারায়ণঞ্জের বেশ পুরনো ঐতিহ্যবাহী থান কাপড়ের মার্কেট রয়েছে এইখানে। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই মার্কেট ব্যবসায়ীদের কার্যক্রম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই শুরু হয় বিউটির মাদক বাণিজ্য। তার এই মাদক বাণিজ্য চলে দির্ঘরাত পর্যন্ত। প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে করে যাচ্ছে এমন অপরাধ কর্মকান্ড। খোঁজনিয়ে জানাযায়,বিউটির এই মাদক ব্যবসা পরিচালনার জন্য রয়েছে একাধিক সেলসম্যান। যাদের দ্বারা পুরো ২ নং রেইলগেট এলাকায় তার পুরো মাদক ব্যবসা পরিচালনা করে থাকে বিউটি। সন্ধ্যা নামলেই একাধিক সুন্দরী মেয়ে ব্যবহার করে অভিনব কৌশল অবলম্বন করে বিউটি চালিয়ে যাচ্ছেন রমরমা মাদক ব্যবসা। তাদের ড্রেস, মেকাপ, চাল-চলন দেখে বুঝার কোন উপায় নেই তারা মাদক বিক্রেতা। তাই তারা দেদারছে চালিয়ে যাচ্ছে তাদের এমন ভয়াবহ অপরাধ কর্মান্ড। নাম পরিচয় দিয়ে অনইচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানায়, বিউটির এমন কর্মকান্ডে পুরো এলাকাবসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার এমন প্রকাশ্যে মাদক বিক্রির ফলে আমরা আমাদের পরিবার নিয়ে এই রাস্তা দিয়ে হেটে যেতে পারিনা কারন এমন দৃশ্য বাচ্চাদের উপর বাজে প্রভাব ফেলে। আমরা দ্রুত এর প্রতিকার চাই। থান কাপড়ের এক ব্যবসায়ী বলেন,এই মাদক ব্যবসায়ী ও এইখানে যারা মাদক কিনতে আসে তাদের সাথে প্রায় সময়ই নানা বিষয় নিয়ে মারামারি হাতাহাতি হয়ে থাকে। এর ফলে আমাদের মার্কেট ব্যবসায়ীরা আমরা প্রায় সময় একটা আতঙ্কে থাকি। অন্যদিকে এদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করতে গেলে তারা দলবল নিয়ে এসে আমাদের মার্কেটে হামলা ভাঙচুর করে। আমি একজন ব্যবসায়ী ও এর সাথে এই শহরের একজন সচেতন নাগরির হিসেবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা অতি দ্রুত এই অপরাধীদের আইনের আওতায় এনে এদের কোঠর শাস্তির ব্যবস্থা করুন। অনুসন্ধান বলছে,নগরীর এমন গুরুত্বপুর্ন একটি স্থানে দির্ঘদিন যাবৎ প্রকশ্যে এমন মাদক বাণিজ্য করেও ধরা ছোঁয়ার বাহিরে রয়ে যায় মাদক সম্রাজ্ঞী বিউটি। বিউটির দলে রয়েছে ডজন খানেক নারী মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে অন্যতম মোরনী, টুকু, সাবিনা, তাহমিনা, বিল্লাল, রুবেল, মাহমুদা,সৌরভ,কামাল দিপু। এই মাদক বিক্রেতারা সবাই বিউটির নিকটাত্মীয়। রাতে মাদক এই জায়গায় বিক্রয় করলেও তাদের প্রত্যেকের বাসা অন্যত্র। নারায়ণগঞ্জ সদর থানায় বিউটির নামে একাধিক মামলা থাকলেও এখনও প্রকাশ্যে দেদারছে চালিয়ে যাচ্ছে বিউটি তার মাদক বাণিজ্য। এখন প্রশ্ন হচ্ছে কার বা কাদের ইশারায় প্রকাশ্যে এমন ভয়াবহ অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্চে মাদক সম্রাজ্ঞী বিউটি ও তার বাহিনী? এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার সহকারী পরিদর্শক (ওসি তদন্ত) মো জামাল উদ্দিন বলেন,আমরা প্রতিনিয়ত আমাদের অভিযান পরিচালনা করে আসছি। আপনর এই তথ্যের ভিত্তিতে আমরা আরও কোঠর অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করবো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯