
ডান্ডিবার্তা রিপোর্ট
আইভীর গ্রেফতার নিয়ে বিএনপির নেতারা বিভিন্ন মন্তব্য করে চলেছেন। কেহ আইভী গ্রেফতারে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে বলছেন আগেই আইভীকে গ্রেফতার করা প্রয়োজন ছিল। এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্মাদক রুহুল আমিন শিকদার বলেছেন, এই বদমেজাজী আইভী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অফিস উচ্ছেদ করছে। উনি কি দুধে দোয়া তুলসি পাতা? ওপেন ছাত্র জনতাকে নির্মূল করা নির্দেশ দিয়েছেন উনি। ২৮ জুলাই ভিডিও ফুটেজে আছে, ছাত্রজনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হামলার নির্দেশনা দেয় প্রকাশ্যেই তারপরও সে নাকি নির্দোষ। গতকাল শুক্রবার সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের পর নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, তাদের দলের আরেকপক্ষ গ্রæপকে উচ্চস্বরে বলতেও শোনা যায় আপনারা নারায়ণগঞ্জ শহরে কি করছেন? কিভাবে আন্দোলন করে। তিনি বলেন, শামীম ওসমানের চাষাঢ়ায় ১৬ বছর শতশত বিএনপি মিছিল মিটিং হয়েছে কোন হামলা হয়নি। কিন্তু এই মহিলার এলাকা ২ নং রেল গেটে ১৬ বছরে ৩ টি মিছিল করেছি আমরা। এর মধ্যে ২ টিতে হামলা হয়েছে এবং ১ জন যুবদল কর্মি নিহত হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমি গতকাল অসুস্থ ছিলাম। রাতের বিষয়টা আমি জানি না। সকালে উঠে সংবাদমাধ্যমে আমি দেখেছি, তাকে এ্যারেস্ট করতে পুলিশ সারারাত অপেক্ষা করেছে এবং সকালে গ্রেপ্তার করেছে। এটি একটি ইতিবাচক দিক। গত সতেরো বছর বিএনপি নেতাকর্মীদের উপর যে অত্যাচার করা হয়েছে সে তুলনায় পুলিশ অনেক সহনশীল আচরণ করেছে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের ব্যাপারে এ মন্তব্য করেন রাজীব। তিনি বলেন, আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই এবং আইনের শাসন চাই। সাধারণ মানুষের যে আইনের অধিকার প্রধানমন্ত্রীর জন্যেও সে অধিকার থাকবে এটাই আমি মনে করি। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি ব্যাবস্থা নিবে প্রশাসন। এখানে বিএনপির বলার কিছু নেই। তবে পুলিশ যে সহনশীল আচরণ করেছে তাকে আমরা ইতিবাচক ভাবেই দেখছি। ভিডিওতে দেখলাম সেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জড়ো হয়েছে। পুলিশ তাদের সাথে খাবার খাচ্ছে একসাথে বসে। অনেকে আবার আওয়ামী লীগের সুরে প্রশংসাও করেছে। তিনি বলেন, আমাদের সময় পুলিশ যে জুলুমবাজের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেখান থেকে পুলিশ সরে এসেছে। এজন্য আমরা ধন্যবাদ জানাতে চাই। যেকোন নাগরিকের ওপর যেন অন্যায় না হয় সে রাষ্ট্র ব্যাবস্থা আমরা কয়েম হতে দেখতে চাই। এছাড়াও বিএনপির বিভিন্ন নেতা আইভীর সমালোচনা করেছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯